টি-২০ বিশ্বকাপ ২০২৬: ভারত থেকে ম্যাচ সরানোর দাবিতে ফের আইসিসি-কে চিঠি বাংলাদেশের

Published : Jan 08, 2026, 11:09 PM IST
Bangladesh cricket team

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) জটিলতা তৈরি করেছে। ভারতে দল পাঠাতে রাজি হচ্ছে না তারা। তবে আইসিসি কী সিদ্ধান্ত নেবে, তা এখনও স্পষ্ট নয়।

DID YOU KNOW ?
প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। তারপর ২০২৪ সালে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারত।

Bangladesh Cricket Board: মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে বাদ পড়াই যে একমাত্র কারণ, তা বলতে না পেরে অজুহাত খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন ভারতে ঠিক কীরকম নিরাপত্তার অভাব দেখছে তারা, সে বিষয়ে আইসিসি-কে (ICC) দেওয়া প্রথম চিঠিতে স্পষ্ট করতে পারেনি। অন্য কোনও দলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা নেই। শুধু বাংলাদেশেরই কী সমস্যা, তা জানতে চেয়েছিল আইসিসি। বৃহস্পতিবার চিঠি দিয়ে নিরাপত্তা নিয়ে নিজেদের নির্দিষ্ট আশঙ্কার কথা জানাল বিসিবি। যদিও এই চিঠিতে ঠিক কী লেখা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। আইসিসি-র পক্ষ থেকে এখনও সরকারিভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি। তবে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় (Sri Lanka) সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা কম।

দ্বিধাবিভক্ত বাংলাদেশের ক্রিকেট মহল

বিসিবি-র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ‘ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পর বিসিবি ফের আইসিসি-কে চিঠি দিয়েছে। নিরাপত্তার কোন দিকগুলি নিয়ে আশঙ্কা, তা জানতে চেয়েছিল আইসিসি। বিসিবি সেই উদ্বেগের বিষয়গুলি উল্লেখ করেছে।’ আইসিসি যদি ভারত থেকে ম্যাচ সরিয়ে নিতে রাজি না হয়, তাহলে কী করা হবে, সে বিষয়ে এখন বাংলাদেশের ক্রিকেট মহল দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। ক্রীড়া উপদেষ্টার মতকে সমর্থন করে একাংশ প্রয়োজনে টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের পক্ষে। তবে অপর এক অংশ আইসিসি ও বিসিসিআই-এর (BCCI) সঙ্গে সম্পর্ক খারাপ করতে নারাজ। ফলে বিসিবি-র চূড়ান্ত পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট নয়।

ভারতে নিরাপত্তার অভাব!

গত বছর থেকে বাংলাদেশে অরাজকতা চলছে। সারা দেশেই আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। নিয়মিত সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। একের পর এক সংখ্যালঘুকে খুন করা হচ্ছে। সেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড ভারতে নিরাপত্তার অভাবের কথা বলায় অনেকেই ব্যঙ্গ করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৭
২০০৭ সালে শুরু হয় টি-২০ বিশ্বকাপ।
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ হয় দক্ষিণ আফ্রিকায়। এবার এই টুর্নামেন্ট হচ্ছে ভারতে।
Read more Articles on
click me!

Recommended Stories

উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৬: শুক্রবার উদ্বোধনী ম্যাচ, কীভাবে দেখবেন খেলা?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: শ্রীলঙ্কার পরামর্শদাতা ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ