টি-২০ বিশ্বকাপ ২০২৬: আইসিসি-র সঙ্গে দ্বন্দ্বে যাচ্ছে না, হার মানল বাংলাদেশ

Published : Jan 25, 2026, 10:11 AM IST
Bangladesh Cricket Team

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: আইসিসি, বিসিসিআই (BCCI), ভারতের বিরুদ্ধে অনেক গরম গরম কথা বললেও, টি-২০ বিশ্বকাপ থেকে সরকারিভাবে বাদ পড়ার পর আর কোনও দ্বন্দ্বে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)।

DID YOU KNOW ?
ভারতে আসছে স্কটল্যান্ড
বাংলাদেশের পরিবর্তে টি-২০ বিশ্বকাপে খেলতে ভারতে আসছে স্কটল্যান্ড দল। সে দেশের ক্রিকেট বোর্ড এই ঘোষণা করেছে।

Bangladesh Cricket Board: ক্রিকেট স্কটল্যান্ড (Cricket Scotland) জানিয়ে দিয়েছে, তারা আইসিসি-র (ICC) প্রস্তাব গ্রহণ করে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতে দল পাঠাচ্ছে। এই পরিস্থিতিতে আর কিছু করার নেই বুঝতে পেরে হার স্বীকার করে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা জানিয়ে দিল, টি-২০ বিশ্বকাপ থেকে তাদের বাদ দেওয়ার বিষয়ে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত মেনে নিচ্ছে। শনিবার আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পরিবর্তে টি-২০ বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। গ্রুপ সি-তে তারা জায়গা পাচ্ছে। এই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও আইসিসি-র পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই শাস্তি এড়ানোর লক্ষ্যেই আইসিসি-র সঙ্গে আর সংঘাতে জড়াতে চাইছে না বাংলাদেশ। তবে তাতেও শাস্তি এড়ানো কঠিন।

সুর নরম বাংলাদেশের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের চাপেই আইসিসি-র বিরুদ্ধে সুর চড়াচ্ছিল ক্রিকেট বোর্ড। কিন্তু সরকারিভাবে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বিসিবি কর্তারা বুঝতে পারছেন, যা সাজা পাওয়ার ক্রিকেট দলই পাবে। বাংলাদেশ সরকারের কোনও দায় নেই। এই পরিস্থিতিতে সুর নরম করে ফেলেছে বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা আইসিসি বোর্ডের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আইসিসি বোর্ডের বেশিরভাগ সদস্যই রায় দিয়েছেন, ম্যাচ সরানো যাবে না। তারপরেও আমরা নিজেদের মতো করে চেষ্টা করেছি। আইসিসি-কে ফের অনুরোধ করেছি। কিন্তু আইসিসি ম্যাচ সরাবে না বা সরাতে চায় না। ফলে আমাদের পক্ষে আর কিছু করার নেই।’

কী সাজা পাবে বাংলাদেশ?

টি-২০ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার জন্য বাংলাদেশকে কী সাজা দেওয়া হবে, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি আইসিসি। কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছে, মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। পরবর্তী আইসিসি ইভেন্টে যোগ দেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারে বাংলাদেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬।
৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধন। এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে বাংলাদেশ।
Read more Articles on
click me!

Recommended Stories

Ranji Trophy 2026: বিধ্বংসী বোলিং দাপট বাংলার! লেজেগোবরে অবস্থা সার্ভিসেসের, জয় শুধুই সময়ের অপেক্ষা?
টি-২০ বিশ্বকাপ ২০২৬: 'আমাদের দল ভারতে যাচ্ছে,' বার্তা ক্রিকেট স্কটল্যান্ডের