
Cricket Scotland: কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বাংলাদেশের (Bangladesh) পরিবর্তে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলার সুযোগ পাবে স্কটল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সেরকম কোনও সম্ভাবনা নেই। কিন্তু শনিবার আইসিসি-র পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের পরিবর্তে টি-২০ বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। ক্রিকেট স্কটল্যান্ডকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। এরপরেই ক্রিকেট স্কটল্যান্ডের ভেরিফায়েড 'এক্স' হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, 'আমাদের পুরুষ দল ভারতে যাচ্ছে।' অন্য এক পোস্টে ক্রিকেটারদের অনুশীলনের ছবি শেয়ার করে লেখা হয়েছে, 'সবসময় তৈরি।' সরাসরি টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারলেও, অভাবনীয়ভাবে শেষমুহূর্তে সুযোগ পাওয়ায় খুশি স্কটল্যান্ডের ক্রিকেট মহল।
নানা বিষয়ের মতো খেলার মাঠেও ব্রিটিশদের (British) সঙ্গে স্কটিশদের (Scottish) রেষারেষি দেখা যায়। এবার টি-২০ বিশ্বকাপেও সেই লড়াই দেখা যাবে। বাংলাদেশের পরিবর্তে গ্রুপ সি-তে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপের বাকি দলগুলি হল ইংল্যান্ড (England), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), নেপাল (Nepal) ও ইটালি (Italy)। ভালো পারফরম্যান্স দেখাতে পারলে নেপাল ও ইটালির বিরুদ্ধে জয় পেতে পারে স্কটল্যান্ড। তবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের লড়াই কঠিন হতে পারে।
ক্রিকেট স্কটল্যান্ডের চিফ এগজিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড (Trudy Lindblade) জানিয়েছেন, ‘আইসিসি-র পক্ষ থেকে আমাদের প্রস্তাব দেওয়া হয়, আমরা রাজি থাকলে টি-২০ বিশ্বকাপে দল পাঠাতে পারি। আমরা সেই প্রস্তাব গ্রহণ করেছি। আমাদের দল গত কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছে। এবার আমরা ভারতের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দলকে আগেই পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের দল খেলতে তৈরি। আশা করি টি-২০ বিশ্বকাপ দুর্দান্ত টুর্নামেন্ট হবে। আমাদের দল এই টুর্নামেন্টে অবদান রাখতে চায়।’ এখনও অবশ্য টি-২০ বিশ্বকাপের জন্য স্কটল্যান্ড দল ঘোষণা করা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।