2026 Men's T20 World Cup: প্রথমবার টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ইটালির

Published : Jul 12, 2025, 01:15 AM ISTUpdated : Jul 12, 2025, 01:29 AM IST
Italy Cricket

সংক্ষিপ্ত

Italy national cricket team: ফুটবলে বিশ্বের অন্যতম সফল দল ইটালি এবার ক্রিকেটেও দক্ষতার পরিচয় দিচ্ছে। প্রথমবার টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে জিয়ানলুইগি বুঁফো (Gianluigi Buffon), আন্দ্রে পিরলোর (Andrea Pirlo) দেশ।

ICC Men's T20 World Cup Europe Qualifier: বিশ্বকাপ (FIFA World Cup), ইউরো কাপে (UEFA European Championship) বহুবার এই দুই দলের লড়াই দেখেছে সারা বিশ্ব। এবার টি-২০ বিশ্বকাপে (2026 Men's T20 World Cup) খেলতে দেখা যাবে ইটালি (Italy national cricket team) ও নেদারল্যান্ডসকে (Netherlands national cricket team)। ফুটবলের মহাশক্তিধর এই দুই দেশ এবার ক্রিকেট মাঠেও লড়াই করছে। ইউরোপ থেকে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আজুরি (Azzurri) ও ডাচরা (Dutch)। শুক্রবার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইটালিকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। তা সত্ত্বেও এই দুই দলই টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইটালি। তৃতীয় স্থানে থাকা জার্সিও (Jersey) ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ইটালি।

ইতিহাস গড়ল ইটালি

প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইটালি। শুক্রবার দ্য হেগে (The Hague) যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হেরে যায় ইটালি। তবে তাতে কোনও সমস্যা হল না। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করে ইটালি। এই রান তাড়া করতে নেমে অনায়াসে জয় পায় নেদারল্যান্ডস। ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে জয় পায় ডাচরা।

টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন ১৫ দলের

ভারত ও শ্রীলঙ্কা আগামী বছরের টি-২০ বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে খেলবে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট ১৫ দল যোগ্যতা অর্জন করেছে। আরও ৫টি দল যোগ্যতা অর্জন করবে। এর মধ্যে আফ্রিকা থেকে দুই দল এবং পূর্ব ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিন দল যোগ্যতা অর্জন করবে। ফলে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ঘিরে আগ্রহ বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড