
ICC Men's T20 World Cup Europe Qualifier: বিশ্বকাপ (FIFA World Cup), ইউরো কাপে (UEFA European Championship) বহুবার এই দুই দলের লড়াই দেখেছে সারা বিশ্ব। এবার টি-২০ বিশ্বকাপে (2026 Men's T20 World Cup) খেলতে দেখা যাবে ইটালি (Italy national cricket team) ও নেদারল্যান্ডসকে (Netherlands national cricket team)। ফুটবলের মহাশক্তিধর এই দুই দেশ এবার ক্রিকেট মাঠেও লড়াই করছে। ইউরোপ থেকে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল আজুরি (Azzurri) ও ডাচরা (Dutch)। শুক্রবার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইটালিকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। তা সত্ত্বেও এই দুই দলই টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইটালি। তৃতীয় স্থানে থাকা জার্সিও (Jersey) ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ইটালি।
প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইটালি। শুক্রবার দ্য হেগে (The Hague) যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হেরে যায় ইটালি। তবে তাতে কোনও সমস্যা হল না। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করে ইটালি। এই রান তাড়া করতে নেমে অনায়াসে জয় পায় নেদারল্যান্ডস। ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে জয় পায় ডাচরা।
ভারত ও শ্রীলঙ্কা আগামী বছরের টি-২০ বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে খেলবে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট ১৫ দল যোগ্যতা অর্জন করেছে। আরও ৫টি দল যোগ্যতা অর্জন করবে। এর মধ্যে আফ্রিকা থেকে দুই দল এবং পূর্ব ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিন দল যোগ্যতা অর্জন করবে। ফলে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ঘিরে আগ্রহ বাড়ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।