India vs Pakistan: ঠিক এক বছর পর ক্রিকেট মাঠে ভারত-পাক লড়াই, কোথায় হবে ম্যাচ?

Published : Jun 18, 2025, 08:34 PM ISTUpdated : Jun 18, 2025, 08:51 PM IST
Ind vs Pak

সংক্ষিপ্ত

2026 Women's T20 World Cup: আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। এক বছর আগেই এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি (ICC)।

2026 Women's T20 World Cup India vs Pakistan: আগামী বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপের (2026 Women's T20 World Cup) সূচি প্রকাশ করল আইসিসি (ICC)। বুধবার এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan) দিনক্ষণও জানা গিয়েছে। আগামী বছরের ১২ জুন শুরু হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ইংল্যান্ড (England) ও ওয়েলশে (Wales) ৬টি স্টেডিয়ামে হবে খেলা। এজবাস্টনে (Edgbaston) উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা (Sri Lanka)। প্রথমবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে খেলছে ১২টি দল। ৬টি করে দলকে নিয়ে ২টি আলাদা গ্রুপ রাখা হচ্ছে। ৮টি দল সরাসরি যোগ্যতা অর্জন করছে। বাকি ৪ দল যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে মূলপর্বে খেলবে। এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে আইসিসি।

ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ ওয়ানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া (Australia), দক্ষিণ আফ্রিকা (South Africa) ছাড়াও যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা ২টি দল থাকবে। গ্রুপ টু-তে থাকছে গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড (New Zealand), গতবারের রানার্স দক্ষিণ আফ্রিকা (South Africa), আয়োজক দেশ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা ২ দল। ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। এই গ্রুপ অত্যন্ত শক্তিশালী। ফলে ভারতীয় দলের জন্য টুর্নামেন্টের শুরু ভালোভাবে করা জরুরি। পাকিস্তানের বিরুদ্ধে মহিলাদের টি-২০ ম্যাচে ভারতের রেকর্ড অত্যন্ত ভালো। ২ দল ১৫টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। পাকিস্তান শেষবার টি-২০ ম্যাচে ভারতকে হারিয়েছিল ২০২২ সালে মহিলাদের এশিয়া কাপে (2022 Women's T20 Asia Cup)। ফলে এগিয়ে থেকেই খেলতে নামবে ভারতীয় দল।

ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকে এখনও পর্যন্ত ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই হয়নি। তবে এবার এই লড়াই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা এখন অনেক বেড়ে গিয়েছে। ফলে মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম