Abhishek Dalhor KKR: তিনি ছিলেন স্ট্রিট ক্রিকেটের (Street Cricket) রাজা। আর সেখান থেকেই সোজা সিংহাসন।
Abhishek Dalhor KKR: গলি ক্রিকেট থেকে সরাসরি রাজপথে উত্থান হল তাঁর। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (ISPL) তারকাকে এবার দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নাইটদের নেট বোলার হিসেবে দলে অন্তর্ভুক্তি হল তাঁর। ISPL-এর অন্যতম সেরা তারকা অভিষেক কুমার দালোর এবার কেকেআরে (Abhishek Dalhor KKR)।
আইএসপিএলে মাঝি মুম্বইয়ের হয়ে খেলেন এই অভিষেক। যে দলের মালিক আবার অমিতাভ বচ্চন। তবে অভিষেক ছোট থেকে বড় হওয়া হরিয়ানার গলিতে ক্রিকেট খেলেই। এরপর সেখান থেকেই আইএসপিএলে (Indian Street Premier League) সুযোগ পান অম্বালার এই ভূমিপুত্র অভিষেক।
এখনও পর্যন্ত, তিনিই ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে পরিচিত। প্রথম মরশুমে করেছেন ৩২৪ রান এবং সঙ্গে ৩৩টি উইকেট ছিল তাঁর নামের পাশে। শুধু তাই নয়। সেই প্রতিযোগিতার সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয় মরশুমে আবার সেরা বোলার নির্বাচিত হন অভিষেক। সেইসঙ্গে, তাঁর হাত ধরে খেতাবও জিতে নেয় মাঝি মুম্বই।
তবে শুধুমাত্র কেবল আইএসপিএল নয়, আরও একাধিক টুর্নামেন্টে খেলেছেন অভিষেক। আর এবার সেখান থেকে সোজা নেমে পড়বেন আইপিএল-এর মঞ্চে। নাইট শিবিরে নেট বোলার হিসেবে দেখা যাবে তাঁকে। এই সুযোগ পেয়ে রীতিমতো আপ্লুত অভিষেক। এমনকি, কেকেআর তারকা বৈভব আরোরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে (IPL 2025 News)।
উল্লেখ্য, একটা সময় নেট বোলার হিসেবে কেকেআরে এসেছিলেন বরুণ চক্রবর্তী। আর আজ কলকাতা তো বটেই, ভারতীয় দলেরও অন্যতম সেরা সম্পদ হয়ে উঠেছেন সেই তরুণ বরুণ।
জানা যায়, অম্বালার অতি সাধারণ পরিবারের সন্তান হলেন এই অভিষেক। মূলত, টেনিস বলে খেলেই তাঁর ক্রিকেটে হাতেখড়ি হয়। গলি ক্রিকেট খেলতে খেলতেই সারা দেশে আয়োজিত হওয়া টেনিস বলের টুর্নামেন্টে খেলতে নামতেন তিনি। ধারাবাহিকভাবে জোরে গতিতে বল করতে পারেন। তারপর সেখান থেকেই সুযোগ পেয়ে যান আইএসপিএলে। আর এবার আইপিএলে (IPL 2025 Udpates)
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।