Los Angeles 2028: ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেটে পুরুষ-মহিলাদের ৬টি করে দল, যোগ্যতা অর্জন কীভাবে?

Published : Apr 10, 2025, 04:32 PM ISTUpdated : Apr 10, 2025, 04:57 PM IST
olympics

সংক্ষিপ্ত

2028 Summer Olympics: ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (Los Angeles 2028) টি-২০ ফর্ম্যাটে ক্রিকেট প্রতিযোগিতা হবে। ক্রিকেট দুনিয়া অলিম্পিক্স নিয়ে উৎসাহিত হয়ে উঠেছে।

Cricket in 2028 Summer Olympics Los Angeles: ১৯০০ সালের অলিম্পিক্সে শেষবার ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল। তারপর ১২৮ বছরের অপেক্ষার শেষে অলিম্পিক্সে (2028 Summer Olympics) ফের ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে (Los Angeles 2028) টি-২০ ফর্ম্যাটে ক্রিকেট প্রতিযোগিতা হবে। পুরুষ ও মহিলাদের ইভেন্টে ৬টি করে দল থাকবে। প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবেন। ফলে প্রতি বিভাগে মোট ৯০ জন খেলোয়াড় থাকবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (International Olympic Committee) পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে মোট পাঁচটি খেলা নতুন করে জায়গা পেতে চলেছে। এর মধ্যে ক্রিকেট ছাড়াও স্কোয়াশ, ফ্ল্যাগ ফুটবল, বাস্কেটবল বা সফটবল ও ল্যাক্রোজ রয়েছে।

ক্রিকেটে যোগ্যতা অর্জন কীভাবে?

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতায় মাত্র ৬টি করে দল খেলবে। এর মধ্যে আয়োজক দেশ হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি পাঁচটি দলকে কীভাবে বেছে নেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। টেস্ট বা ওডিআই ফর্ম্যাটে আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য সংখ্যা সীমিত। বিশেষ করে টেস্ট খেলার যোগ্যতা খুব কম দেশই অর্জন করতে পেরেছে। কিন্তু প্রায় ১০০টি দেশ টি-২০ ক্রিকেট খেলে। ফলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের ফল না অন্য কোনওভাবে অলিম্পিক্সের দল বাছাই করা হবে, সে বিষয়ে প্রশ্ন রয়েছে।

লস অ্যাঞ্জেলসে প্যারিসের চেয়ে বেশি পদক

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এগজিকিউটিভ বোর্ড লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের ইভেন্ট প্রোগ্রাম অনুমোদন করেছে। এই অলিম্পিক্সে মোট ৩৫১টি পদকের ইভেন্ট থাকবে। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) চেয়ে ২২টি বেশি পদকের ইভেন্ট থাকছে। প্যারিস অলিম্পিক্সে মোট ১০.৫০০ জন অ্যাথলিট যোগ দিয়েছিলেন। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে পাঁচটি নতুন খেলা যুক্ত হতে চলায় অতিরিক্ত ৯৯৮ জন অ্যাথলিট যোগ দেবেন। ফলে এবার অলিম্পিক্সের আকর্ষণ বাড়তে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?