এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫: বিফলে বৈভবের লড়াই, পাকিস্তান শাহিনসের কাছে হার ভারতীয় এ দলের

Published : Nov 17, 2025, 12:26 AM IST
vaibhav suryavanshi

সংক্ষিপ্ত

ACC Men's Asia Cup Rising Stars 2025: সম্প্রতি সিনিয়র পর্যায়ে পুরুষ ও মহিলাদের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পেলেও, এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এ পাকিস্তান শাহিনসের কাছে হেরে গেল ভারতীয় এ দল।

DID YOU KNOW ?
পিছিয়ে পড়়ল ভারত
ভারতীয় এ দলকে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান শাহিনস। ভারতীয় দলকে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

India A vs Pakistan A: এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এ (ACC Men's Asia Cup Rising Stars 2025) পাকিস্তান এ দলের কাছে আট উইকেটে হেরে গেল ভারতীয় এ দল। রবিবার কাতারের (Qatar) রাজধানী দোহায় (Doha) ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (West End Park International Cricket Stadium) টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় এ দল ১৯ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায়। টি-২০ ফর্ম্যাটে এই রান তুলে জয় পেতে হলে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হয়। কিন্তু ভারতীয় এ দলের বোলাররা সেই পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান শাহিনস দল। এই জয়ের ফলে ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করল পাকিস্তান শাহিনস। ভারতীয় এ দল গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (united Arab Emirates Cricket Team) মুখোমুখি হবে। সেই ম্যাচে জয় পেলে ভারতীয় এ দলও সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে।

বিফলে বৈভব-নমনের লড়াই

পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে লড়াই করেন শুধু বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ও নমন ধীর (Naman Dhir)। বাকিরা কেউই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ওপেন করতে নেমে বৈভব ২৮ বলে ৪৫ রান করেন। এই কিশোরের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। নমন ২০ বলে ৩৫ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma) নয় বল খেলে পাঁচ রান করে আউট হয়ে যান। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) নয় বল খেলে ১০ রান করেন। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) ১১ বল খেলে আট রান করেন।

মাজ সাদাকাতের ঝোড়ো ব্যাটিং

পাকিস্তান শাহিনসের ওপেনার মাজ সাদাকাত (Maaz Sadaqat) ৪৭ বল খেলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। তিনি সাতটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের ফলেই হেরে গেল ভারতীয় এ দল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পাকিস্তান শাহিনসের কাছে ৮ উইকেটে হার ভারতীয় এ দলের।
এসিসি মেনস এশিয়া কাপ ইমার্জিং স্টারস ২০২৫-এ পাকিস্তান শাহিসনের কাছে হেরে গেল ভারতীয় এ দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম