Vaibhav Suryavanshi Record: মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী। এবারের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ঝড় তোলার পর ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়েও নজর কাড়ছেন বৈভব।
Vaibhav Suryavanshi Youth ODI record: আইপিএল-এর (IPL 2025) অনূর্ধ্ব-১৯ পর্যায়ের (U19 ODI) ক্রিকেটে নতুন নজির গড়লেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ (England U19) দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ (India U19) দলের হয়ে চতুর্থ যুব ওডিআই ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন বৈভব। ১৪ বছর বয়সি এই ব্যাটার মাত্র ৫২ বলে শতরান করেন। এর আগে যুব ওডিআই-তে দ্রুততম শতরানের রেকর্ড ছিল পাকিস্তানের কামরান গুলামের দখলে (Kamran Ghulam)। তিনি ৫৩ বলে শতরান করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব। এই কিশোর এখনও পর্যন্ত ভারতের সিনিয়র দলে জায়গা পাননি। তবে তিনি যেভাবে খেলে চলেছেন, তাতে অদূর ভবিষ্যতে সিনিয়র পর্যায়েও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে যেতে পারেন।
অবিশ্বাস্য উত্থান বৈভবের
আইপিএল-এর নিলামে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) যখন বৈভবকে দলে নেয়, তখন থেকেই এই কিশোরকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় আগ্রহ তৈরি হয়। আইপিএল-এ নজর কেড়ে নেন এই কিশোর। গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে যে কোনও পর্যায়ের টি-২০ ম্যাচে এবং আইপিএল-এ দ্রুততম শতরানের নজির গড়েন বৈভব। এরপর তিনি অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পেয়ে যান। যুব পর্যায়ে জাতীয় দলের হয়েও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বৈভব।
ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স বৈভবের
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৮৬ রান করেন বৈভব। এরপর চতুর্থ ওডিআই-তে অধিনায়ক আয়ূষ মাত্রের (Ayush Mhatre) সঙ্গে ওপেন করতে নেমে ৭৮ বলে ১৪৩ রান করেন বৈভব। তিনি ১৩টি বাউন্ডারি ও ১০টি ছক্কা মারেন। আয়ূষ মাত্র ৫ রান করে আউট হয়ে যান। ১৪ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই পরিস্থিতিতে ঝোড়ো ইনিংস খেলে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন বৈভব। তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে অনেকদূর যাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।