চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই বোর্ডের বার্ষিক চুক্তিতে ব্যাপক রদবদল! মাইনে কমছে রোহিতদের?

Subhankar Das   | AFP
Published : Mar 07, 2025, 06:13 PM IST
ICC Champions Trophy 2025

সংক্ষিপ্ত

বিসিসিআই-এর (BCCI) বার্ষিক চুক্তিতে বড়সড় রদবদলের সম্ভাবনা।

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি, মোট ৩০ জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তির আওতায় নিয়ে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকা থেকে তখন বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিশান।

তবে শোনা যাচ্ছে, চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় বোর্ড ফের একবার নতুন তালিকা প্রকাশ করতে পারে। আর সেখানে শ্রেয়সের ফেরার সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে। সেইসঙ্গে, বিরাট কোহলি, রোহিত শর্মাদের গ্রেড পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড যে বার্ষিক চুক্তি ঘোষণা করে থাকে, তার মধ্যে মূলত চারটি গ্রেড রয়েছে। সবচেয়ে বেশি টাকা পান গ্রেড-এ প্লাসে থাকা ক্রিকেটাররা। তারপর রয়েছে গ্রেড-এ, গ্রেড-বি এবং গ্রেড-সি। সর্বশেষ যে তালিকাটি ঘোষণা করা হয়েছিল, সেখানে গ্রেড-এ প্লাসে ছিলেন মোট চারজন। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরা।

দেশের জার্সিতে যে ক্রিকেটাররা তিন ধরনের ক্রিকেটেই নিয়মিত খেলে থাকেন, তাদেরই সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়। আর ঠিক সেই কারণেই, এই চারজন ক্রিকেটারকে গ্রেড-এ প্লাসে রাখা হয়েছিল। কিন্তু কোহলি, রোহিত এবং জাদেজা গত টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পর অবসর নিয়েছেন। আর সেই কারণেই তাদের গ্রেড পরিবর্তন হতে পারে বলে মনে করছেন অনেকে।

সূত্রের খবর, বোর্ড কর্তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটারের গ্রেড ঠিক করতে চাইছেন। তবে শ্রেয়স ফিরলেও ঈশানকে হয়ত তালিকাতে ফেরানো হবে না। তিনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের নভেম্বর মাসে। অন্যদিকে, শেষ তালিকা অনুযায়ী, গ্রেড-এ-তে ছিলেন ৬ জন ক্রিকেটার। গ্রেড-বি-তে ছিলেন ৫ জন এবং সি-তে ছিলেন মোট ১৫ জন ক্রিকেটার।

এছাড়াও ৫ জন পেসারকে আলাদা আলাদাভাবে চুক্তির তালিকাতে আনা হয়েছিল। তাঁরা হলেন আকাশদীপ, যশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার ব্যশক এবং ভি কাভেরাপ্পা। আর শেষ এক বছরের পারফরম্যান্স বিচার করলে, সেই চুক্তি তালিকায় বড়সড় রদবদল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে