ICC CT 2025 Final: ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল টাই হলে বা ভেস্তে গেলে জিতবে কে?

Published : Mar 07, 2025, 04:02 PM IST
ICC Champions Trophy

সংক্ষিপ্ত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার, দুবাইতে ফাইনালে মুখোমুখি ভারত বনাম নিউজ়িল্যান্ড।

সেই ম্যাচ যদি কোনও কারণে ভেস্তে যায়, তাহলে কী হবে? আইসিসির নতুন নিয়মানুযায়ী, সাদা বলের ক্রিকেটে কোনও ম্যাচে টাই হলে সুপার ওভার হবে। যতক্ষণ না কোনও দল সুপার ওভারে জিততে পারছে, ত ক্ষণ সেই সুপার ওভার চলতে থাকবে। ফলে, ফাইনালে যদি ম্যাচ টাই হয়, তাহলে সুপার ওভার হবে। তা একপ্রকার নিশ্চিত।

তবে বৃষ্টিতে রবিবার যদি ফাইনাল ম্যাচ ভেস্তে যায়, তাহলে সেক্ষেত্রে থাকছে রিজ়ার্ভ ডে। মানে সোমবার খেলা হবে সেই ম্যাচ। কিন্তু যদি সেইদিনও খেলা না হয়, তাহলে দুই দলকেই জয়ী ঘোষণা করে দেওয়া হবে। প্রসঙ্গত, গত ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভেস্তে গেছিল বৃষ্টিতে। সেইবার ভারত এবং শ্রীলঙ্কাকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

তবে এবারও কিন্তু সেই নিয়ম বজায় থাকছে। উল্লেখ্য, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে তারা হারিয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজ়িল্যান্ডকে। আর সেমিফাইনালে ভারত জয় পায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

নিউজ়িল্যান্ড গ্রুপ পর্বে শুধু ভারতের বিরুদ্ধেই পরাজিত হয়েছে। কিন্তু তারা পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছিল। সেমিফাইনালে আবার ব্ল্যাকক্যাপ্সরা হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। আর এবার ফাইনালে মুখোমুখি ভারতের। নিঃসন্দেহে ক্রিকেটের মেগা লড়াই বলাই চলে।

কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, ম্যাচ টাই বা ভেস্তে গেলে কী হবে? আইসিসির নয়া নিয়মানুযায়ী, ম্যাচ টাই হলে সুপার ওভার হবে। আর বৃষ্টি হলে ম্যাচ গড়াবে রিজ়ার্ভ ডে-তে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?