Andre Russell Retirement: জাতীয় দলের হয়ে রাসেলের অবদান কতটা? অবসরের আগে দেখে নিন একঝলকে

Published : Jul 17, 2025, 10:54 AM IST
Andre Russell

সংক্ষিপ্ত

Andre Russell Retirement: আর তিনি আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট খেলবেন না। অবসর নিলেন ‘রাসেল-মাসেল'। দেশের হয়ে তাঁর অবদান কতটা?

Andre Russell Retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা নেবেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies Cricket Team) তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। আর তিনি আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট খেলবেন না। অবসর নিচ্ছেন ‘রাসেল-মাসেল' (Andre Russel Retirement News)। দেশের হয়ে তাঁর অবদান কতটা?

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আগামী দুটি টি-২০ ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলার জন্য ক্যারিবিয়ান দলে সুযোগ পেয়েছেন এই তারকা। জানা যাচ্ছে, এই সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলবেন রাসেল। তবে তারপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

দেশের হয়ে তাঁর অবদান 

উল্লেখ্য, গত ৬ জুন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে শেষ টি-২০ ম্যাচটি খেলেছিলেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত রাসেল একটি টেস্ট ম্যাচ, ৫৬টি একদিনের ম্যাচ এবং ৮৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার কার্যত, একক দক্ষতায় একাধিক ম্যাচে জয় হাসিল করেছেন। এমনিতে তিনি গোটা বিশ্বের একাধিক টি-২০ লিগে খেলে থাকেন। 

ইএসপিএন ক্রিকইনফো-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত টি-২০ সিরিজেই শেষবারের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জার্সিতে দেখা যাবে আন্দ্রে রাসেলকে।

জানা গেছে, জামাইকাতে আয়োজিত হওয়া প্রথম দুটি টি-২০ ম্যাচে খেলতে নামবেন আন্দ্রে রাসেল। অর্থাৎ, আগামী ২২ জুলাই দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। এটিই রাসেলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। ক্রিকেট বিশ্বে অন্যতম একজন সেরা অলরাউন্ডার হিসেবে জনপ্রিয় হলেন আন্দ্রে রাসেল।

সেই ২০১১ সালে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন রাসেল। এরপর তিনি ক্যারিবিয়ান ক্রিকেট দলের হয়ে মোট ১টি টেস্ট, ৫৬টি একদিনের ম্যাচ, এবং ৮৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। 

ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে ৭৩টি ইনিংস খেলে ফেলেছেন তিনি 

তাছাড়া ১৬৩-র বেশি স্ট্রাইক রেট রেখেছেন রাসেল। সেইসঙ্গে, তাঁর সংগ্রহে মোট ১,০৭৮ রান। তাছাড়া একদিনের ক্রিকেটে রাসেলের ব্যাট থেকে এসেছে মোট ১,০৩৪ রান এবং বল হাতে তিনটি ফরম্যাট মিলিয়ে মোট ১৩২টি উইকেট রয়েছে আন্দ্রে রাসেলের নামের পাশে। এবার সেই রাসেলই অবসর নিতে চলেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ডের হাতছানি পান্ডিয়ার সামনে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দলে নেই বুমরা-অক্ষর, তৃতীয় টি-২০ ম্যাচে প্রথমে ফিল্ডিং ভারতের