আর্শদীপ সিং-এর মুকুটে নয়া পালক! আইসিসির বিচারে সেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি

সংক্ষিপ্ত

দারুণ খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। 

আইসিসির বিচারে সেরার শিরোপা। ২০২৪ সালের টি-২০ ক্রিকেটে, সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। দুর্দান্ত একটি মরশুম শেষ করে এই পুরস্কার জিতলেন বাঁ-হাতি ভারতীয় পেসার আর্শদীপ। 

গত বছর মাত্র ১৮টি ম্যাচ খেলে ৩৬টি উইকেট নেন তিনি। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর্শদীপ। গত বছর টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন তিনি। 

Latest Videos

আর্শদীপের গড় ১৩.৫০ এবং ইকোনমি রেট ৭.৪৯। টি-২০ ক্রিকেটে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে বর্তমানে আর্শদীপই ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। নতুন এবং পুরনো, উভয় বলেই দুর্দান্ত নিয়ন্ত্রণ দেখিয়েছেন তিনি। এদিকে এই পুরস্কার পেয়ে আর্শদীপ জানিয়েছেন, “আমি ভগবানের কাছে ভীষণভাবেই কৃতজ্ঞ। সেইসঙ্গে, আমাকে সাহায্য করেছেন এমন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিটি ভারতীয়র মতো বিশ্বকাপ জয়ের মুহূর্তটি ছিল সত্যিই অবিস্মরণীয়।" 

প্রসঙ্গত, গত বছরের সেরা টি-২০ একাদশও ঘোষণা করেছে আইসিসি। আর্শদীপ সহ বেশ কয়েকজন ভারতীয় তারকা সেই দলে স্থান পেয়েছেন। রোহিতের নেতৃত্বে সেই দলে হার্দিক এবং যশপ্রীত বুমরাও আছেন। তবে অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড হলেন আইসিসি টি-২০ একাদশের দুই ওপেনিং ব্যাটার। তিন নম্বরে ইংল্যান্ডের ফিল সল্ট এবং চার নম্বরে পাকিস্তানের বাবর আজমও আছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক নিকোলাস পুরান হলেন দলের উইকেটরক্ষক।

অন্যদিকে, জিম্বাবোয়ের সিকান্দার রাজা এবং ভারতের হার্দিক হলেন আইসিসি একাদশের দুই ফিনিশার। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন রশিদ খান। তাছাড়া শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাও স্পিনার হিসেবে দলে রয়েছেন। পেসার হিসেবে রয়েছেন বুমরা এবং আর্শদীপ।

আইসিসি নির্বাচিত গত বছরের টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, যশপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill