এবারের রঞ্জি ট্রফিতে বাংলা দলের পক্ষে বেশিদূর যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। ঘরের মাঠে হরিয়ানার কাছে হার বাংলা দলের দুর্বলতা প্রকট করে দিল।
নিজেদের ঘরের মাঠ কল্যাণীতে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ২৮৩ রানে হেরে গেল বাংলা। দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার জেরে তিনদিনের মধ্যে লজ্জাজনক হারের মুখে পড়ল বাংলা দল। প্রথম ইনিংসে হরিয়ানার ১৫৭ রানের জবাবে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায় বাংলা দল। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৩৬ রান করে হরিয়ানা। ফলে বাংলার ব্যাটারদের কাজ অত্যন্ত কঠিন ছিল। তবে বাংলা শিবিরের আশা ছিল, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামিরা লড়াই করতে পারবেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে গেল বাংলা। এই লজ্জাজনক হারের পর বাংলা দলের আর গ্রুপ পেরিয়ে নক-আউটের যোগ্যতা অর্জনের আশা দেখা যাচ্ছে না।
১৬ বছরের অঙ্কিতের লড়াই
১৬ বছর পূর্ণ হওয়ার আগেই বাংলার হয়ে প্রথমবার রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বনগাঁ হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়া অঙ্কিত চট্টোপাধ্যায়। হরিয়ানার বিরুদ্ধে ওপেন করতে নেমে দুই ইনিংসেই সাধ্যমতো লড়াই করেছেন এই কিশোর। প্রথম ইনিংসে ৭৭ বল খেলে ২৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে দলের ৮৫ রানের মধ্যে ২১ রান করেন অঙ্কিত। তাঁকে দেখে যদি দলের সিনিয়র ক্রিকেটাররা অনুুপ্রাণিত হতে পারতেন, তাহলে হয়তো ঘরের মাঠে এভাবে লজ্জাজনক হারের মুখ দেখতে হত না বাংলাকে।
বাংলার হতশ্রী পারফরম্যান্স
কল্যাণীতে এই ম্যাচে টসে জিতে প্রথমে হরিয়ানাকে ব্যাটিং করতে পাঠান বাংলার অধিনায়ক অনুষ্টুপ। প্রথম ইনিংসে বাংলার হয়ে অসাধারণ বোলিং করেন সূরজ সিন্ধু জয়সোয়াল। তিনি ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন। কিন্তু বাংলার কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। এরপর দ্বিতীয় ইনিংসে ৯২ রান দিয়ে ৫ উইকেট নেন সূরজ। কিন্তু তারপরেও বড় স্কোর করে হরিয়ানা। দ্বিতীয় ইনিংসে বাংলার মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ২৫ রান করে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। প্রদীপ্ত প্রামাণিক করেন ১২ রান। মুকেশ কুমার করেন ১১ রান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
১৬ বছর পূর্ণ হয়নি, বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক অঙ্কিত চট্টোপাধ্যায়ের
রোমহর্ষক ম্যাচে শেষ উইকেট শামির, এবারের রঞ্জি ট্রফিতে প্রথম জয় বাংলার
Ranji Trophy 2024: রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলেই কোটি টাকা, বিএমডব্লু গাড়ি!