Ashes 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, নেই কামিন্স-হ্যাজেলউড

Published : Nov 28, 2025, 04:34 PM IST
Ashes 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, নেই কামিন্স-হ্যাজেলউড

সংক্ষিপ্ত

Ashes 2025: উসমান খাওয়াজা দলে ফিরলে পার্থ টেস্টে সেঞ্চুরি করা ট্র্যাভিস হেড ওপেন করবেন কিনা, তা নিয়ে সাসপেন্স বজায় রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Ashes 2025: চলছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৪ সদস্যের অস্ট্রেলিয়ান দল ঘোষণা করা হয়েছে (Australia squad for 2nd Ashes test)। চোটের কারণে, প্রথম টেস্টে খেলতে না পারা অধিনায়ক প্যাট কামিন্স এবং পেসার জশ হ্যাজেলউড দ্বিতীয় টেস্টেও খেলতে নামবেন না। ব্রিসবেনের গাব্বায় আগামী ৪-৮ ডিসেম্বর পর্যন্ত, দিন-রাতের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। কামিন্স না খেলায়, স্টিভ স্মিথই দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন বলে খবর (australia vs england ashes)।

প্রথম টেস্টে চোট পেলেও দ্বিতীয় টেস্টের দলে ওপেনার উসমান খাওয়াজাকে রাখা হয়েছে। তবে ফিটনেস প্রমাণ করতে পারলেই একমাত্র খাওয়াজাকে দ্বিতীয় টেস্টের দলে খেলানো হবে। তবে খাওয়াজা দলে ফিরলে পার্থ টেস্টে সেঞ্চুরি করা ট্র্যাভিস হেড ওপেনার হিসেবে আদৌ নামবেন কিনা, তা নিয়ে অবশ্য জল্পনা চলছে। খাওয়াজা না খেললে সেক্ষেত্রে হেডই ওপেন করবেন। 

অপরদিকে, জশ ইংলিস বা বিউ ওয়েবস্টার মিডল অর্ডারে ব্যাট করতে নামবেন। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

 

উল্লেখ্য, অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি পার্থে মাত্র দু-দিনে শেষ হয়ে যায়। এবার আসছে দ্বিতীয় টেস্ট। দেখার বিষয়, পিচ কেমন হয়?

দ্বিতীয় অ্যাশেজ টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল কেমন হল? 

স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশাং, নাথান লিয়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম