আইপিএল ২০২৬: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর আরও এক ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হচ্ছে!

Published : Nov 28, 2025, 04:18 PM IST
RCB vs RR Photos

সংক্ষিপ্ত

IPL 2026: কিছুদিন পরেই আগামী মরসুমের আইপিএল-এর নিলাম হতে চলেছে। তার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর (Royal Challengers Bengaluru) মালিকানা বদল নিশ্চিত হয়ে গিয়েছে। এবার আরও এক ফ্র্যাঞ্চাইজির মালিকানাও বদলাতে চলেছে।

DID YOU KNOW ?
আইপিএল-এ লাভ বাড়ছে
যত দিন যাচ্ছে ততই আইপিএল-এ লভ্যাংশ বাড়ছে। ফলে বিভিন্ন দেশের সংস্থা এই টি-২০ লিগের সঙ্গে যুক্ত হতে চাইছে।

IPL Franchise Ownership Change: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) পর এবার রাজস্থান রয়্যালসেরও (Rajasthan Royals) মালিকানা বদল হতে চলেছে। এমনই দাবি করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka)। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'আমি শুনতে পাচ্ছি, একটি নয়, আইপিএল-এর দু'টি দল বিক্রি হতে চলেছে। আরসিবি ও আরআর। এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে আজ অনেকেই লাভবান হতে চাইছে। দুই দল বিক্রি হতে চলেছে। চার-পাঁচজন সম্ভাব্য ক্রেতা রয়েছে। কারা এই দুই দল কিনবে? পুণে (Pune), আমেদাবাদ (Ahmedabad), মুম্বই (Mumbai), বেঙ্গালুরু (Bengaluru) না মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) কেউ নতুন মালিক হবে?' গোয়েঙ্কার এই পোস্ট ঘিরে ক্রিকেট মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। আরসিবি-র মালিকানা বদল নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু রাজস্থান রয়্যালসের মালিকানা বদলের কথা এর আগে শোনা যায়নি। গোয়েঙ্কাই প্রথম এই জল্পনা উস্কে দিলেন। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

সত্যিই বিক্রি হয়ে যাবে রাজস্থান রয়্যালস?

আরসিবি-র পক্ষ থেকে সরকারিভাবে মালিকানা বদলের কথা ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মালিকানা বদলের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানানো হয়েছে। কিন্তু রাজস্থান রয়্যালসের বিষয়টি ধোঁয়াশাপূর্ণ। এই ফ্র্যাঞ্চাইজির কর্ণধার রয়্যাল মাল্টিস্পোর্টস প্রাইভেট লিমিটেড (Royal Multisports Private Limited)। অধিকাংশ শেয়ারই মনোজ বাদালের (Manoj Badale) হাতে। তাঁর পিছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা রেডবার্ড ক্যাপিটাল পার্টনারস (RedBird Capital Partners)। এই গোষ্ঠী বা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও গোয়েঙ্কার দাবি স্বীকার বা অস্বীকার করা হয়নি।

 

 

আইপিএল নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ

যত দিন বাড়ছে আইপিএল-এ লাভের অঙ্ক বাড়ছে। এই কারণে বিভিন্ন দেশের সংস্থাগুলি আইপিএল-এর সঙ্গে যুক্ত হতে চলেছে। কিছুদিনের মধ্যেই আরসিবি-র নতুন মালিকের নাম জানা যাবে। এরপর হয়তো রাজস্থান রয়্যালসেরও নতুন কর্ণধারের নাম জানা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইপিএল-এর ২ ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল!
আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর রাজস্থান রয়্যালসেরও মালিকানা বদল হতে পারে বলে জল্পনা চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা
Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর