
Asia Cup 2025: গ্রুপ বি-তে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে চলতি এশিয়া কাপে সুপার ফোরের যোগ্যতা অর্জনের লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ (Bangladesh vs Afghanistan)। মঙ্গলবার আবু ধাবির (Abu Dhabi) শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium) আফগানিস্তানের বিরুদ্ধে আট রানে জয় পেল বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das)। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৪৬ রানে অলআউট হয়ে গেল আফগানিস্তান। বাংলাদেশের এই জয়ের ফলে গ্রুপ বি-র লড়াই জমে গেল। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট হল লিটনদের। দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট আফগানদের। তিন ম্যাচেই হেরে ছিটকে গিয়েছে হংকং (Hong Kong)। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা (Sri Lanka)। এই গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা জয় পায়, তাহলে শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। কিন্তু যদি আফগানিস্তান জয় পায়, তাহলে শ্রীলঙ্কা সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে যাদের নেট রান রেট ভালো থাকবে তারা সুপার ফোরে পৌঁছে যাবে।
এদিন ম্যাচের শুরুটা ভালো করে বাংলাদেশের দুই ওপেনার সইফ হাসান (Saif Hassan) ও তানজিদ হাসান (Tanzid Hasan)। সইফ ২৮ বলে ৩০ রান করেন। ৩১ বলে ৫২ রান করেন তানজিদ। তাওহিদ হৃদয় (Towhid Hridoy) করেন ২৬ রান। লিটন করেন ৯ রান। আফগানিস্তানের হয়ে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন নূর আহমেদ (Noor Ahmad)।
আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৩৫ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) করেন ৩০ রান। রশিদ করেন ২০ রান। কিন্তু অন্য ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এর ফলেই হেরে গেল আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।