Asia Cup 2025: মঙ্গলবার শুরু হয়েছে এশিয়া কাপ। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India vs United Arab Emirates)। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সহজ জয় পাবেন বলেই আশায় ভারতীয় শিবির।

DID YOU
KNOW
?
এশিয়া কাপে সফলতম ভারত
এখনও পর্যন্ত ৮ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। অন্য কোনও দলের এই সাফল্য নেই।

Ravichandran Ashwin on Asia Cup 2025: হংকং (Hong Kong), সংযুক্ত আরব আমিরশাহি (UAE), ওমানের (Oman) মতো দলগুলি যুক্ত হওয়ায় এবারের এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা বলতে কিছুই নেই। বাংলাদেশের (Bangladesh) মতো দলও ভারতের যোগ্য প্রতিপক্ষ নয়। বরং ভারতীয় এ (India A) দলকে যুক্ত করলে এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এমনই মত প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করার জন্য দক্ষিণ আফ্রিকা (South Africa) দলকে যুক্ত করা যেতে পারে। তাহলে এই টুর্নামেন্ট হয়ে যেতে পারে আফ্রো-এশিয়া কাপ (Afro-Asia Cup)। প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করার জন্য ভারতীয় এ দলকেও যুক্ত করা যেতে পারে। আমরা বাংলাদেশ সম্পর্কে তো কিছু বলিইনি। কারণ, ওদের নিয়ে কিছু বলারই নেই। এই ধরনের দলগুলি ভারতের বিরুদ্ধে কীভাবে লড়াই করবে?’

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে চিন্তিত অশ্বিন

আগামী বছরের টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) প্রস্তুতির কথা মাথায় রেখেই এবারের এশিয়া কাপ হচ্ছে টি-২০ ফর্ম্যাটে। তবে এশিয়া কাপের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি কতটা ভালো হবে, সে বিষয়ে সংশয়ে অশ্বিন। এই তারকা বলেছেন, ‘এশিয়া কাপ কিন্তু টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির চূড়ান্ত মঞ্চ নয়। এটা শুধু প্রস্তুতির মঞ্চ। এই টুর্নামেন্ট যোগ্যতার মাপকাঠি নয়। আফগানিস্তানের (Afghanistan) বোলারদের সামনে তথাকথিত আতঙ্ক কাটিয়ে ভারতীয় দল যদি ভালো ব্যাটিং করে এবং ১৭০-এর বেশি রান করে দেয়, তাহলে আফগানিস্তানের হয়ে কে এই রান তাড়া করবে? এই রান তাড়া করে জয় পাওয়া কার্যত অসম্ভব। ভারতকে হারানোর একমাত্র উপায় হল, নিজেদের ভালো দিনে ভারতীয় দলকে ১৫৫ রানের মধ্যে আটকে রাখতে হবে এবং তারপর সেই রান তাড়া করে জয় পেতে হবে। সাধারণত টি-২০ ম্যাচে রোমহর্ষক লড়াই হয়। কিন্তু এশিয়া কাপে ভারতীয় দল টি-২০ ম্যাচকেও একপেশে করে তুলবে মনে হয়।’

ভারতই চ্যাম্পিয়ন হবে, আশাবাদী অশ্বিন

গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল এবারও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদী অশ্বিন। এই টুর্নামেন্টে সফলতম দল ভারত। এবারও দেশেই ট্রফি আসবে বলে আশা করছেন অশ্বিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।