Asia Cup 2025: হ্যারিস রাউফকে ব্যান করল আইসিসি, সূর্যকুমারকে জরিমানা! ভারত-পাক তারকারা শাস্তির মুখে

Published : Nov 04, 2025, 11:26 PM IST
Asia Cup 2025: হ্যারিস রাউফকে ব্যান করল আইসিসি, সূর্যকুমারকে জরিমানা! ভারত-পাক তারকারা শাস্তির মুখে

সংক্ষিপ্ত

Asia Cup 2025: পাক তারকা হ্যারিস রাউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি এবং ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফির ৩০% জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। যশপ্রীত বুমরাও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

Asia Cup 2025: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কিত ঘটনায় এবার ক্রিকেটারদের শাস্তি ঘোষণা করল আইসিসি (ICC)। পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রাউফকে দুই ম্যাচের জন্য ব্যান করা হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফির ৩০% জরিমানা করা হয়েছে (ind vs pakistan)। এছাড়াও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। 

ডিমেরিট পয়েন্ট সহ আনুষ্ঠানিকভাবে সতর্ক

গত ১৪, ২১ এবং ২৮ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান ম্যাচে ঘটে যাওয়া একাধিক ঘটনাগুলির উপর ভিত্তি করে আইসিসি এই রায় দিয়েছে। দুবাইয়ে সুপার এইটের ম্যাচে, ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পর, বন্দুক উঁচিয়ে গুলি করার মতো অঙ্গভঙ্গি করা সাহেবজাদা ফারহানকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট সহ আনুষ্ঠানিকভাবে সতর্কও করে দেওয়া হয়েছে। 

যদিও সেই ঘটনার পর, তিনি স্পষ্ট করে দেন যে, ব্যাট দিয়ে গুলি করার অঙ্গভঙ্গি তাঁর সংস্কৃতিরই একটা অংশ। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে, হাফ সেঞ্চুরি করার পরই তিনি ব্যাট দিয়ে গুলি করার মতো অঙ্গভঙ্গি করেন। এদিকে আর্শদীপ সিংকে নির্দোষ বলে মনে করছে আইসিসি।

ভারতের ‘অপারেশন সিঁদুর’চলাকালীন পাকিস্তানের মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করার দাবিকে ইঙ্গিত করেই হ্যারিস রাউফ আঙুল দিয়ে ৬-০ দেখিয়েছিলেন। সেই কারণেই, পাকিস্তানের এই ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

উল্লেখ্য, ফাইনাল ম্যাচে রাউফকে বোল্ড করেন বুমরা। এরপর বুমরার দেওয়া ‘ফ্লাইট সেন্ড-অফ’ ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ ভাইরাল হয়ে যায়। বুমরার সেই সেন্ড-অফটি ছিল একটি বিমান ভেঙে পড়ার মতো করে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়কে দেখানো।

আপাতত সমস্ত বিতর্কের অবসান। পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রাউফকে দুই ম্যাচের জন্য ব্যান করা হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফির ৩০% জরিমানা করা হয়েছে। এছাড়াও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম