Asia Cup 2025: সুপার ফোরের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ম্যাচ জিতলেই ফাইনালে প্রায় পাকা ভারত। ইতিমধ্যেই সুপার ফোরের লড়াইতে, পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এবার সামনে বাংলাদেশ।
চলতি এশিয়া কাপে সুপার ফোরের লড়াইতে (ind vs bangladesh asia cup 2025) বুধবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ (india vs bangladesh live)।
পাকিস্তানকে যেভাবে নাস্তানুবাদ করে ভারত হারিয়েছে, তারপর বাংলাদেশের বিরুদ্ধেও সেই একই গতি বজায় থাকবে বলে বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে, অভিষেক শর্মার কথা বলতেই হয়। ভারতীয় দলের অন্যতম তারকা অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে, আবারও বুঝিয়ে দিলেন যে, প্রতিপক্ষ আসলে কোনও ফ্যাক্টরই নয়। সামনে যে দলই আসুক, তিনি উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন তিনি।
তার মধ্যে ছিল ৬টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট দেখে নিশ্চয়ই ঢোক গিলবেন বিপক্ষ দলের যে কোনও বোলার। সেই ম্যাচে অভিষেকের স্ট্রাইক রেট ছিল ১৮৯.৭৪। তাই বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতের কাছে ২২ গজের অস্ত্র মজুতই আছে।
তবে গোটা দলটাই যেন একটা পাওয়ার হাউজ। শুভমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া, ভারতের ব্যাটিং লাইন-আপের বড় ভরসা। ফলে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও টিম ইন্ডিয়া আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে। তার মধ্যে আবার শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া বলটাও ভালো করতে পারেন। এছাড়া অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী তো আছেনই। সেইসঙ্গে, ডাগ আউটে অপেক্ষা করছেন আর্শদীপরা।
অর্থাৎ, এই নতুন ভারত যেন আরও আক্রমণাত্মক। চলতি প্রতিযোগিতায় একটিও ম্যাচে পরাজিত হয়নি তারা। এবার আসা যাক বাংলাদেশের কথায়। ভারতের বোলিং সামলাতে রীতিমতো হিমশিম খেতে পারেন লিটন দাস, তৌহিদ হৃদয় এবং মেহেদি হাসানরা। সবথেকে বড় বিষয়, ভারতীয় ব্যাটারদের কীভাবে তাসকিন আহমেদরা আটকে রাখেন, সেটাই দেখার।
তবে গৌতম গম্ভীরের ছেলেদের সামনে বাংলাদেশ যেন নিতান্তই দুর্বল প্রতিপক্ষ। নিঃসন্দেহে ধারে এবং ভারে ভারতীয় ক্রিকেট দল অনেক এগিয়ে। স্বাভাবিকভাবেই, বাংলাদেশের বিরুদ্ধে অনেকটা এগিয়ে থেকেই শুরু করবেন সূর্যরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।