India vs Pakistan: 'অপারেশন সিঁদুর'-এর পর এশিয়া কাপে ভারত-পাক লড়াই হবে?

Published : Jun 29, 2025, 12:11 PM ISTUpdated : Jun 29, 2025, 12:13 PM IST
India-Pakistan

সংক্ষিপ্ত

Operation Sindoor: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর পাকিস্তানে সামরিক আঘাত হেনেছে ভারত। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। এই আবহে ক্রিকেট মাঠে লড়াই হলে উত্তেজনা বেড়ে যাবে।

Asia Cup 2025: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নিরীহ মানুষের মৃত্যু, তারপর ভারতীয় সেনার জবাব 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারত-পাকিস্তানের কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক নেই বললেই চলে। এই পরিস্থিতিতে কয়েক মাসের মধ্যেই ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াই (India-Pakistan Clash) হতে পারে। নতুন করে পরিস্থিতির অবনতি না হলে সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ (Asia Cup 2025)। এই টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই (BCCI)। ফলে ভারতীয় দল এশিয়া কাপে খেলবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ভারতে দল পাঠাবে না। ফলে প্রাথমিকভাবে ভারতে এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও, পরিবর্তিত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) এই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। ভারতে এই টুর্নামেন্ট আয়োজন করতে হলে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেলের ব্যবস্থা করতে হত। তার ফলে জটিলতা তৈরি হত। তার চেয়ে পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) পক্ষে সুবিধাজনক।

কখন হতে পারে এশিয়া কাপ?

১০ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপ। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। কয়েকদিনের মধ্যেই এশিয়া কাপ নিয়ে বৈঠক হবে। সেই বৈঠকেই এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হতে পারে। ভারত, পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি এশিয়া কাপে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গত বছর এসিসি প্রিমিয়ার কাপের রানার্স দল ওমান, তৃতীয় স্থান পাওয়া হংকংও এশিয়া কাপে যোগ দিতে পারে।

গ্রুপে ভারত-পাক লড়াই হবে?

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রকাশ্যে জানিয়েছেন, তিনি পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখার বিরোধী। বিসিসিআই-এর পক্ষ থেকেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করা হতে পারে, যাতে ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখা না হয়। ফলে সেমি-ফাইনাল বা ফাইনালের আগে হয়তো ভারত-পাকিস্তান ম্যাচ হবে না। সূচি চূড়ান্ত হলে সবকিছু স্পষ্ট হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম