Asia Cup 2025: জার্সি স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলতে নামবে টিম ইন্ডিয়া?

Published : Aug 23, 2025, 12:56 PM ISTUpdated : Aug 23, 2025, 01:12 PM IST
Indian Cricket Team, T20, India vs Bangladesh

সংক্ষিপ্ত

Asia Cup 2025: ভারতের জার্সি স্পনসর ‘ড্রিম ১১’-ও এই ধরনেরই এক অ্যাপের আওতায় পড়ে। তবে কি জার্সি স্পনসর ছাড়াই এবার এশিয়া কাপে খেলতে হবে টিম ইন্ডিয়াকে?

Asia Cup 2025: এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে কি কোনও স্পনসর থাকছে না? তা নিয়েই এখন জল্পনা শুরু। সম্প্রতি নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ হয়েছে পার্লামেন্টে। ফলে, অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয়ে থাকে এমন সব ধরনের অ্যাপকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। 

এদিকে ভারতের জার্সি স্পনসর ‘ড্রিম ১১’-ও এই ধরনেরই এক অ্যাপের আওতায় পড়ে। তবে কি জার্সি স্পনসর ছাড়াই এবার এশিয়া কাপে খেলতে হবে টিম ইন্ডিয়াকে? সেই জল্পনার মাঝেই এবার মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া।

ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর

প্রসঙ্গত, গত ২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর হিসেবে রয়েছে ‘ড্রিম ১১’। মোট তিন বছরের চুক্তি রয়েছে তাদের সঙ্গে। অর্থাৎ, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ভারতের জার্সির স্পনসর থাকার কথা ‘ড্রিম ১১’-এর। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মোট ৩৫৮ কোটি টাকার চুক্তি রয়েছে তাদের। কিন্তু নতুন এই বিল পাশ হওয়ার পর, জার্সি স্পনসর হিসেবে ‘ড্রিম ১১’-এর সঙ্গে চুক্তি ভেঙে যেতে পারে বোর্ডের।

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি, ‘ড্রিম ১১’-এর তরফ থেকেও কোনও বিবৃতি আসেনি। কিন্তু তার মাঝেই সংবাদ সংস্থা এএফপি-কে শইকীয়া জানিয়েছেন, “যদি অনুমতি না পাই, তাহলে আমরা কিছু করতে পারব না। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে, তা অক্ষরে অক্ষরে পালন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।” 

সবকটি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে

অর্থাৎ, এশিয়া কাপে জার্সির স্পনসর থাকবে কি না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি শইকীয়া। কার্যত, পুরোটাই কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিয়েছেন তিনি। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতবর্ষের ৪৫ কোটি মানুষের কাছ থেকে ২০ হাজার কোটি টাকারও বেশি আয় করে থাকে এই ধরণের অ্যাপগুলি। আদতে সেই পুরোটাই বেআইনি। তাই টাকার বিনিময়ে খেলা হয়, এমন সবকটি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। তবে যদি তারপরেও কেউ এই ধরণের অ্যাপের প্রচার করে থাকেন, তাহলে পাঁচ বছরের জেল হতে পারে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের পর, ‘ড্রিম ১১’ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, টাকার বিনিময়ে সেখানে আর কোনওরকম অনলাইন খেলা হবে না। কিন্তু এশিয়া কাপে ভারতের জার্সি স্পনসর হিসেবে আদৌ তারা থাকতে পারবে কি না,  সেি বিষয়টি এখনও পরিষ্কার নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?