Asia Cup 2025: বিসিসিআই-এর চাপে পড়ে ট্রফি দিতে রাজি নকভি, শুধু একটাই শর্ত! সেটি কী?

Published : Oct 22, 2025, 03:43 PM ISTUpdated : Oct 22, 2025, 03:47 PM IST
Mohsin Naqvi

সংক্ষিপ্ত

Asia Cup 2025: ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ট্রফি হস্তান্তরের দবি জানিয়ে একটি ইমেইল করা হয়েছে। কিন্তু বিসিসিআই-এর সেই ইমেইলের পর আবার নতুন শর্ত চাপিয়েছেন মহসিন নকভি।

Asia Cup 2025: এশিয়া কাপ জিতল ভারত। কিন্তু ট্রফি নিয়ে চলে গেলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা মহসিন নকভি (India Pakistan final match)। নিজের হাতেই তিনি সেই ট্রফি দেবেন, নিজের সিদ্ধান্তে অনড় তিনি (asia cup 2025)। 

নতুন শর্ত চাপিয়েছেন মহসিন নকভি

এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ট্রফি হস্তান্তরের দবি জানিয়ে একটি ইমেইল করা হয়েছে। কিন্তু বিসিসিআই-এর সেই ইমেইলের পর আবার নতুন শর্ত চাপিয়েছেন মহসিন নকভি। 

উল্লেখ্য, মহসিন নকভি হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং সেই দেশের মন্ত্রীও। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নিতে কোনওভাবেই রাজি হয়নি ভারত। 

পত্রপাট তা প্রত্যাখান করেন টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সেইদিন এশিয়া কাপ ফাইনালের পর, মঞ্চে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং তারপর ট্রফি নিয়ে সোজা হোটেলে ফিরে আসেন মহসিন নকভি। আর তারপর থেকেই বিসিসিআই-এর সঙ্গে ট্রফি হস্তান্তর নিয়ে ক্রমাগত টানাপোড়েন চলছে নকভির।

ট্রফি হস্তান্তর নিয়ে ক্রমাগত টানাপোড়েন

পাকিস্তানের সাংবাদিক ফইজ়ান লখানি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘বিসিসিআই-এর ই-মেইলের জবাব দিয়েছেন নকভি। তিনি জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইতে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন এবং সেখানেই ভারতের একজন ক্রিকেটারের হাতে নকভি ট্রফি তুলে দিতে চান। সেই অনুষ্ঠানে ভারতের অন্তত একজন ক্রিকেটারের উপস্থিতি বিসিসিআইকে নিশ্চিত করতেই হবে।"

তবে এই শর্তে কিন্তু একেবারেই রাজি নয় বিসিসিআই। নকভির হাত থেকে যে ট্রফি নেওয়া হবে না, সেই জায়গায় অবস্থানে মনোভাব দেখাচ্ছেন বিসিসিআই কর্তারা। সেই কথাও ইতিমধ্যেই নকভিকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে, এই মুহূর্তে বিষয়টির নিষ্পত্তির জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইইসিসি-র সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

জানা গেছে, বিসিসিআই ছাড়াও শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও মহসিন নকভিকে ইমেইল করে ভারতকে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম