
বাদ বাবর-রিজওয়ান
এশিয়া কাপ ২০২৫ এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা পেলেন না প্রাক্তন অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এই দুই ব্যাটার শেষবার পাকিস্তানের হয়ে টি-২০ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। এবার তাঁদের বার্তা দেওয়া হল, আর টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ দেওয়া হবে না।
বাবর আজমের কেরিয়ার শেষ?
কিছুদিন আগেও পাকিস্তানের ক্রিকেট মহলের অনেকেই দাবি করতেন, বিরাট কোহলির চেয়ে এগিয়ে বাবর আজম। তাঁকে বিশ্বের সেরা ব্যাটার বলে দাবি করা হত। কিন্তু সেই বাবর এখন পাকিস্তান দলেই সুযোগ পাচ্ছেন না। এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়ার পর বাবরের আন্তর্জাতিক কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তাঁকে হয়তো আর পাকিস্তানের জাতীয় দলে সুযোগ দেওয়া হবে না।
অধিনায়ক সলমন আলি আগা
এশিয়া কাপ ২০২৫, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সলমন আলি আগা। তিনিই দলের অধিনায়ক ছিলেন। তাঁকে সেই দায়িত্বেই রেখে দেওয়া হল। পাকিস্তান দলে আছেন বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ দলে ফেরেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে পাকিস্তান দলে ছিলেন না এই পেসার। তবে এখন তিনি আবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন।
এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ
৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ১২ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। এই ম্যাচ হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। এই গ্রুপেই আছে আয়োজক দেশ পাকিস্তান। ফলে গ্রুপ থেকে সহজেই ভারত ও পাকিস্তানের সুপার ফোরের যোগ্যতা অর্জন করা উচিত। ফলে এই টুর্নামেন্টে একাধিকবার ভারত-পাকিস্তানের ম্যাচ হবে।
এশিয়া কাপের প্রস্তুতি
এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার জন্যই এই টুর্নামেন্টের আগে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ অগাস্ট শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই সিরিজ। এশিয়া কাপের আগে দল নিয়ে খুব একটা আশাবাদী নয় পাকিস্তানের ক্রিকেট মহল। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। এই কারণেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে বাদ দেওয়া হল।
পারফরম্যান্সের কারণেই বাদ বাবর
বাবর আজমের বাদ পড়া প্রসঙ্গে পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, ‘কোনও সন্দেহ নেই যে বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করতে বলা হয়েছিল। স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং, স্ট্রাইক রেটের উন্নতির কথা বলা হয়েছিল। ও এসব ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে। কিন্তু এখন আমাদের দলে যে খেলোয়াড়রা আছে তারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সাহিবজাদা ফারহান ৬ ম্যাচ খেলেছে। এর মধ্যে ও তিনবার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছে। বাবরের মতো খেলোয়াড়ের বিবিএল-এ খেলে টি-২০ ফর্ম্যাটে উন্নতির প্রমাণ দেওয়ার সুযোগ পাবে।’