Asia Cup 2025: এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। বুধবার, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে নামার আগে, প্রথম একাদশ নিয়ে চলছে ব্যাপক চর্চা।
প্রসঙ্গত, গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একটা বিষয় বারবার দেখা গেছে। সেটা হল, অলরাউন্ডারদের বাড়তি প্রাধান্য দেওয়া। যার ফলে, প্রায় ৮ নম্বর পর্যন্ত ভারতের ব্যাটিং গভীরতা থাকছে। এমনিতেও টি-২০ ফরম্যাটে সেটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়।
অপরদিকে, যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। ফলে, সেইদিক দিয়ে দেখতে গেলে এই মেগা ক্রিকেট প্রতিযোগিতায় সূর্যকুমার যাদবদের কাছে এটাও একটা চ্যালেঞ্জ। কিন্তু তার থেকেও বড় বিষয় হল, ভারতের সামনে আগামী ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করে রয়েছে। ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচের আগে, প্রথম ম্যাচে জিতে মনোবল অনেকটাই বাড়িয়ে রাখতে চাইছে টিম ইন্ডিয়া।
আর তাই সবার নজর ভারতের প্রথম একাদশের দিকে। কারা কারা বুধবারের ম্যাচে মাঠে নামছেন? এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অনুশীলনে শিবম দুবে, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া এবং জীতেশ শর্মা নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করেছেন। ফলে, অনেকেই মনে করছেন যে, তারা হয়ত এদিন প্রথম একাদশে থাকতে পারেন।
অন্যদিকে, এই টুর্নামেন্টে খেলতে নামার আগে সূর্যকুমার যাদব জানিয়েছেন, “ক্রিকেটে আগ্রাসন অপরিহার্য এবং আগ্রাসন ছাড়া এই খেলায় জয়লাভ করা কঠিন। “আগ্রাসন সবসময় মাঠে থাকবে, আগ্রাসন ছাড়া, এই খেলা খেলা সম্ভব নয় বলেই আমি মনে করি। আর মাঠে নামার জন্য খুবই আগ্রহী।"
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন/জীতেশ শর্মা (উইকেটরক্ষক-ব্যাটার), বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।