এশিয়া কাপ ২০২৫: চোরকে বীরের সম্মান! ট্রফি চুরি করে পাকিস্তানে স্বর্ণপদক পাচ্ছেন নকভি

Published : Oct 04, 2025, 05:38 PM IST
Mohsin Naqvi

সংক্ষিপ্ত

Mohsin Naqvi: বিভিন্ন দেশে চুরির সাজা আলাদা হলেও, চোরকে শাস্তি দেওয়ার জন্য আইন রয়েছে। চোরকে সমাজে খারাপ নজরে দেখা হয়। কিন্তু পাকিস্তান (Pakistan) একেবারে আলাদা। সেখানে চোরকে জাতীয় সম্মান দেওয়া হচ্ছে।

DID YOU KNOW ?
ট্রফি পাবে ভারত?
ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পরেও এখনও এশিয়া কাপ ট্রফি ও পদক হাতে পায়নি। এ বিষয়ে জটিলতা তৈরি হয়েছে।

Shaheed Zulfiqar Ali Bhutto Excellence Gold Medal: ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (Dubai International Cricket Stadium) থেকে এশিয়া কাপ ট্রফি (Asia Cup Trophy) ও পদক চুরি করে নিয়ে চলে যাওয়ার জন্য এখন পাকিস্তানের (Pakistan) জাতীয় নায়ক মহসিন নকভি (Mohsin Naqvi)! তাঁকে শহিদ জুলফিকার আলি ভুট্টো এক্সসেলেন্স গোল্ড মেডেল (Shaheed Zulfiqar Ali Bhutto Excellence Gold Medal) দেওয়া হচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীর (Pakistan Interior Minister) পদে থাকার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান নকভি। তিনি কোনও পদেই উল্লেখযোগ্য সাফল্য পাননি। তবে বারবার ভারত-বিরোধী মন্তব্য এবং এশিয়া কাপ ট্রফি চুরি করার জন্য পাকিস্তানে বীরের সম্মান পাচ্ছেন নকভি।

করাচিতে স্বর্ণপদক পাবেন নকভি

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, করাচিতে এক বিশেষ অনুষ্ঠানে ‘ট্রফি চোর’ নকভিকে স্বর্ণপদক দেওয়া হবে। এই অনুষ্ঠানে জুলফিকারের নাতি ও পাকিস্তান পিপলস পার্টির (Pakistan People's Party) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে (Bilawal Bhutto) থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই আমন্ত্রণ গ্রহণ করলে বিলাওয়ালই নকভির হাতে স্বর্ণপদক তুলে দেবেন।

সোশ্যাল মিডিয়ায় নকভিকে ধিক্কার

এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়েছেন নকভি। ভারতীয়রা যেমন তাঁকে ‘ট্রফি চোর’ বলে ব্যঙ্গ করছেন, তেমনই অন্য অনেক দেশের ক্রিকেটপ্রেমীরাও পিসিবি চেয়ারম্যানকে তোপ দাগছেন। আফগানিস্তানের (Afghanistan) ক্রিকেটপ্রেমীরাও ভারতীয়দের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু পাকিস্তান সরকার ও ক্রিকেট মহল নির্লজ্জ। এই কারণেই তারা ট্রফি চুরি করার পক্ষে সাফাই গাইছে। ট্রফি চুরি করে নিয়ে যাওয়া নকভিকে সম্মান জানানো হচ্ছে। পাকিস্তান এই ভেবে উল্লসিত যে ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও এখনও ট্রফি ও পদক হাতে পায়নি। এশিয়া কাপে তিনবার ভারতের কাছে হারের কথা ভুলে গিয়েছে পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এশিয়া কাপে সফলতম দল ভারত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে।
এবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপ খেতাব জিতেছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম