
Asia Cup Trophy: এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও ভারতীয় দলকে ট্রফি না দেওয়া নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi) চরম হুঁশিয়ারি দিল বিসিসিআই (BCCI)। ইন্ডিয়া টুডেকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে সরকারিভাবে ই-মেল করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নকভির কাছ থেকে জবাবের অপেক্ষায় আছে বিসিসিআই। নকভি যদি জবাব না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে সরকারিভাবে আইসিসি-র (ICC) কাছে অভিযোগ জানানো হবে। ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও ট্রফি পাননি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। বারবার বলার পরেও ভারতীয় দলকে ট্রফি দিচ্ছেন না নকভি। এই কারণেই এবার তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে হাঁটছে বিসিসিআই।
এবারের এশিয়া কাপ শুরু হওয়ার আগেই ভারতীয় দল সিদ্ধান্ত নেয়, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করা হবে না এবং ফাইনালের পর নকভির হাত থেকে ট্রফি নেওয়া হবে না। এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে। কোনও ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। ফাইনালের পর নকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল। এরপর ট্রফি ও পদক নিজের কাছে রেখে দেন নকভি। তিনি প্রথমে হোটেলে নিজের ঘরে ট্রফি রাখেন। তারপর ট্রফি নিয়ে পাকিস্তানে চলে যান। এখনও ভারতীয় দলকে ট্রফি দেওয়া হয়নি।
এবারের এশিয়া কাপে গ্রুপ, সুপার ফোর এবং ফাইনাল, তিনবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই আক্রোশেই ফাইনালের পর ট্রফি এবং ভারতীয় ক্রিকেটারদের প্রাপ্য পদক নিয়ে চলে যান নকভি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই আচরণের তীব্র নিন্দা করেছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla)। তাঁর সঙ্গে নকভির বাদানুবাদও হয়। কিন্তু নির্লজ্জ পাকিস্তানি রাজনীতিবিদ এখনও ট্রফি নিজের কাছে রেখে দিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।