Asian Games 2023: এশিয়ান গেমসে কখন, কীভাবে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ?

Published : Oct 02, 2023, 02:59 AM ISTUpdated : Oct 02, 2023, 03:31 AM IST
Rinku Singh

সংক্ষিপ্ত

এবারই প্রথম এশিয়ান গেমসে ক্রিকেট দল পাঠিয়েছে বিসিসিআই। মহিলা দল সোনা জিতেছে। তবে পুরুষদের দল এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি।

চলতি এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে ২৭ সেপ্টেম্বর। ৭ অক্টোবর সোনা, রুপো, ব্রোঞ্জ জয়ের ম্যাচ হবে। ১৩টি দল এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে খেলছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রাথমিক পর্বে খেলছে না। এই ৪টি দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলবে ভারত। একইদিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে পাকিস্তান। বুধবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এরপর শুক্রবার ২টি সেমি-ফাইনাল ম্যাচ হবে। তারপর শনিবার ফাইনাল ও ব্রোঞ্জ জয়ের ম্যাচ। ভারতীয় দল সোনা জয়ের লক্ষ্যেই খেলতে নামছে।

এশিয়ান গেমসে ভারতের পুরুষদের ক্রিকেট দলে আছেন- রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), মুকেশ কুমার, শিবম দুবে, প্রভসিমরন সিং (উইকেটকিপার), যশস্বী জয়সোয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান ও আর্শদীপ সিং।

মঙ্গলবার এশিয়ান গেমসে ভারতের পুরুষ দলের প্রথম ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ৬টায় শুরু হবে। টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখা যাবে সোনি টেন ১, সোনি টেন ১ এইচডি, সোনি টেন ২, সোনি টেন ২ এইচডি, সেনি টেন ৩, সোনি টেন ৩ এইচডি, সোনি টেন ৪, সোনি টেন ৪ এইচডি, সোনি টেন ৫, সোনি টেন ৫ এইচডি। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ, ওয়েবসাইটে।

এশিয়ান গেমসে ক্রিকেট প্রতিযোগিতা হবে টি-২০ ফর্ম্যাটে। সেই কারণে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখানো খেলোয়াড়দেরই ভারতীয় দলে রাখা হয়েছে। রিঙ্কু, যশস্বী, রুতুরাজ, তিলক, ওয়াশিংটন, শাহবাজ, বিষ্ণোই, আবেশ, আর্শদীপ আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার এশিয়ান গেমসে দেশকে সোনা জেতানোই তাঁদের লক্ষ্য।

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রিঙ্কু। কেকেআর-এর হয়ে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ১ ওভারে ৫ ছক্কা মেরে হইচই ফেলে দেন রিঙ্কু। তিনি জাতীয় দলের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। 

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন যশস্বী। তিনি জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রুতুরাজ। তিনি জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এশিয়ান গেমসের দলে রুতুরাজই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। সেই কারণেই তাঁকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন-

Indian Cricket Team: মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, তিরুঅনন্তপুরমে পৌঁছে গেলেন রোহিতরা

ICC Men's Cricket World Cup 2023: ফের ডাক অস্ট্রেলিয়ার, প্রত্যাখ্যান মহেশ পিঠিয়ার

Muttiah Muralitharan 800 : মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার