Australia vs England: মাত্র দুদিনের মধ্যেই শেষ অ্যাশেজের চতুর্থ টেস্ট! অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড জয়ী ৪ উইকেটে

Published : Dec 27, 2025, 01:18 PM ISTUpdated : Dec 27, 2025, 02:38 PM IST
Australia vs England

সংক্ষিপ্ত

Australia vs England: মেলবোর্নে শুক্রবার থেকে শুরু হয় চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ তথা বক্সিং ডে টেস্ট। সেই ম্যাচে, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। 

Australia vs England: বক্সিং ডে টেস্টে নাত্র দুদিনেই জয় তুলে নিল ইংল্যান্ড। নিঃসন্দেহে ঐতিহাসিক তো বটেই (australia vs england)। যেখানে একদিকে প্রথম তিনটি টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করেছে ব্রিটিশরা, টার উপর আবার মদ্যপান বিতর্ক! সেইসবের মাঝেই এবার ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে মাত্র দুদিনের মধ্যেই ৪ উইকেটে জয় হাসিল করল ইংল্যান্ড ক্রিকেট দল (ashes live)। 

বক্সিং ডে টেস্টে জয়ী ইংল্যান্ড

মেলবোর্নে শুক্রবার থেকে শুরু হয় চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ তথা বক্সিং ডে টেস্ট। সেই ম্যাচে, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ১৫২ রান। ওপেনার ট্র্যাভিস হেড করেন মাত্র ১২ রান এবং আরেক ওপেনার জ্যাক ওয়েদারল্ডের ঝুলিতে মাত্র ১০ রান।   

অপরদিকে, মার্নাস ল্যাবুশাং-এর সংগ্রহে ৬ রান, অধিনায়ক স্টিভ স্মিথ করেন ৯ রান এবং উসমান খাওয়াজার ঝুলিতে মাত্র ২৯ রান। এছাড়া অ্যালেক্স ক্যারে ২০ রান যোগ করেন স্কোরবোর্ডে। ক্যামেরন গ্রিন ১৭ রান করে আউট হলেও, কিছুটা লড়াই করেন মাইকেল নেসার। তাঁর সংগ্রহে ৩৫ রান। মিচেল স্টার্ক ১ রান করলেও, ঝাই রিচার্ডসন এবং স্কট বোল্যান্ড কোনও রান পাননি।

অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১৫২ রানে। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন জশ টং। কার্যত, বিধ্বংসী বোলিং করেন তিনি। ২টি উইকেট পান গাস অ্যাটকিনসন। এছাড়া ১টি করে উইকেট পান ব্রাইডন কার্স এবং অধিনায়ক বেন স্টোকস।  

লো-স্কোরিং ম্যাচ

জবাবে ব্যাট করতে নেমে, বিপাকে পড়ে ইংল্যান্ডও। ওপেনার জ্যাক ক্রলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান, বেন ডাকেটের সংগ্রহে মাত্র ২ রান, জ্যাকব বেথেলের ঝুলিতে মাত্র ১ রান এবং জো রুট কার্যত খালি হাতে অউট হন। 

তবে হ্যারি ব্রুকের ৪১ রানটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ইংল্যান্ডের ইনিংসের জন্য। অধিনায়ক বেন স্টোকস করেন মাত্র ১৬ রান। এছাড়া জেমি স্মিথ ২ রান, উইল জ্যাকস ৫, গাস অ্যাটকিনসন ২৮ রান, ব্রাইডন কার্স ৪ এবং জশ টং ১ রান করেন। 

ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১০ রানে। অজিদের হয়ে ৪ উইকেট নেন মাইকেল নেসার। ৩টি উইকেট স্কট বোল্যান্ডের দখলে, ২টি উইকেট নেন মিচেল স্টার্ক এবং ১টি উইকেট পান ক্যামেরন গ্রিন। 

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বক্সিং ডে টেস্টের প্রথম দিনই ২০ উইকেটের পতন হয়। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একটা বিষয়। এরপরেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। স্কট বোল্যান্ড ফিরে যান মাত্র ৬ রানে। তবে ট্র্যাভিস হেড ৪৬ রানের ইনিংস উপহার দেন। জ্যাক ওয়েদারল্ড করেন মাত্র ৫ রান, মার্নাস ল্যাবুশাং-এর ঝুলিতে ৮ রান, স্টিভ স্মিথ ২৪ রান যোগ করেন এবং উসমান খাওয়াজা কোনও রান পাননি। 

মাত্র দুদিনের মধ্যেই শেষ বক্সিং ডে টেস্ট

অন্যদিকে, অ্যালেক্স ক্যারে করেন মাত্র ৪ রান, ক্যামেরন গ্রিনের সংগ্রহে ১৯ রান এবং ঝাই রিচার্ডসনের ঝুলিতে ৭ রান। তবে মাইকেল নেসার এবং মিচেল স্টার্ক কোনও রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩২ রানে। 

ইংল্যান্ডের হয়ে এই ইনিংসে ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩টি উইকেট পান অধিনায়ক বেন স্টোকস। এছাড়া ২টি উইকেট পান জশ টং এবং ১টি উইকেট গাস অ্যাটকিনসনের দখলে। জয়ের জন্য লক্ষ্যমাত্রা অনেকটা কম থাকায় ইংল্যান্ড ঝাঁপিয়ে পড়ে। 

সেইমতোই, ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলে এবং বেন ডাকেট শুরুটা ভালোই করেন। ক্রলের সংগ্রহে ৩৭ রান এবং  ডাকেট করেন ৩৪ রান। তবে এই ইনিংসে ব্রাইডন কার্স, করেন মাত্র ৬ রান। কিন্তু হাল ধরেন জ্যাকব বেথেল। তাঁর ৪০ রানটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে। 

সেইসঙ্গে, জো রুট করেন ১৫ রান এবং বেন স্টোকসের ঝুলিতে ২ রান। হ্যারি ব্রুক ১৮ রানে এবং জেমি স্মিথ ৩ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে নেয় ইংল্যান্ড এবং সেইসঙ্গে চতুর্থ টেস্ট জিতে নেয়। 

ইংল্যান্ড জয়ী ৪ উইকেটে। ম্যাচের সেরা জশ টং। এই জয়ের ফলে, সম্প্রতি ওঠা বিতর্কের কিছুটা জবাব দিতে পারল ইংল্যান্ড ক্রিকেট দল। তবে মেলবোর্নের পিচে ১০ মিলিমিটার ঘাস থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেইজন্যই এই লো-স্কোরিং ম্যাচ এবং মাত্র দুদিনের মধ্যেই শেষ বক্সিং ডে টেস্ট। 

দুই দলের প্রথম একাদশ

অস্ট্রেলিয়াঃ ট্র্যাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস ল্যাবুশাং, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাওয়াজা, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার-ব্যাটার), ক্যামেরন গ্রিন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড

ইংল্যান্ডঃ জ্যাক ক্রলে, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার-ব্যাটার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জশ টং

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Women T20: শেফালির দাপুটে ব্যাটিং, রেনুকার দুরন্ত বোলিং! শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের
Ashes 2025: বক্সিং ডে টেস্টে মেলবোর্নে উপস্থিত ৯৩,৪৪২ দর্শক! ভাঙল বিশ্বকাপ ফাইনালের রেকর্ড, শীর্ষে এখনও কলকাতার ইডেন