Ayush Mhatre: বৈভব সূর্যবংশী প্রথম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও, বিশ্বরেকর্ড গড়েলেন তাঁরই সতীর্থ আয়ুষ মাত্রে। ক্রিকেটকে বলা হয় টিম গেম। আর সেই দলীয় সংহতিরই নিদর্শন রাখলেন আয়ুষ (ayush mhatre england)। বুঝিয়ে দিলেন, ভারত এমনই একটা দল। একজন না পারলে, আরেকজন রয়েছে (ayush mhatre latest news)।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে, মাত্র ৬৪ বলে শতরান করেছেন তরুণ আয়ুষ মাত্রে। যুব টেস্টের নিরিখে এটি বিশ্বরেকর্ড। ভারত অধিনায়কের ব্যাটে ভর করে রান তাড়া করতে নামে টিম ইন্ডিয়া। যদিও শেষ পর্যন্ত ড্র হয়েছে সেই ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করেন আয়ুষ এবং দ্বিতীয় ইনিংসে করেন ৩২ রান। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯০ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ভারত অধিনায়ক। এবার দ্বিতীয় ইনিংসে করলেন ১২৬ রান।
যদিও এটা ঠিক যে, মেগা নিলামে তিনি দল পাননি। তবে প্রতিযোগিতা চলাকালীন রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যেতেই, তাঁর বদলে চেন্নাই সুপার কিংস আয়ুষকে তাদের দলে নেয়। তারপর যে কয়েকটটি ম্যাচে সুযোগ পেয়েছেন, সবকটিতেই নজর কেড়েছেন এই তরুণ ব্যাটার। সেই সূত্রেই সুযোগ পান ভারতীয় দলে। এবার ভারতের ছোটদের দলেও নজর কাড়লেন আয়ুষ।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে, মাত্র ৬৪ বলে শতরান করেছেন তরুণ আয়ুষ মাত্রে। যুব টেস্টের নিরিখে এটি বিশ্বরেকর্ড। ভারত অধিনায়কের ব্যাটে ভর করে রান তাড়া করতে নামে টিম ইন্ডিয়া। যদিও শেষ পর্যন্ত ড্র হয়েছে সেই ম্যাচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।