কাউন্টিতে বিধ্বংসী শাকিব! ইংল্যান্ড থেকে ভারতকে দিচ্ছেন হুঙ্কার, বাংলাদেশ ফুটছে টগবগ করে

Published : Sep 10, 2024, 06:08 PM IST
Shakib Al Hasan

সংক্ষিপ্ত

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর যেন আলাদাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। ভারতের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই হুঙ্কার দিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর যেন আলাদাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। ভারতের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই হুঙ্কার দিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। সেখানে বল হাতে রীতিমতো দাপট দেখালেন তিনি। ভারত (India) সফরের আগে তাঁর ফর্ম নিঃসন্দেহে চিন্তায় রাখবে রোহিত শর্মাদের।

এইমুহূর্তে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলছেন শাকিব। সেখানে সামারসেটের বিরুদ্ধে চার উইকেট নেন তিনি। কার্যত, একাই তিনি চাপে ফেলে দেন প্রতিপক্ষকে। ফলে, ৩১৭ রানের বেশি ত্তূলতেই পারেনি সামারসেট। সারের হয়ে খেলে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে আসার কথা রয়েছে শাকিবের। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে (World Test Championship Final) কেন্দ্র করে দুই দলের কাছেই এই সিরিজ়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাকি ১০টি টেস্টের মধ্যে দেশের মাটিতে পাঁচটি ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে আবার ২টি বাংলাদেশ এবং ৩টি নিউজ়িল্যান্ডের বিপক্ষে।

তাই এই ৫টি ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ পরিষ্কার করতে চাইবেন রোহিতরা। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে বেশ চনমনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলও। তারাও এবার ভারতকে হারিয়ে রীতিমতো চমক দিতে চাইবে।

উল্লেখ্য, বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সুবিধাজনক জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনেও। আর শাকিব ফর্মে থাকলে বেশ সুবিধাই হবে বাংলাদেশেরও।

অন্যদিকে, বাংলাদেশের পেসার নাহিদ রানা বলছেন, “আমরা ভারত সফরের জন্য পুরোপুরি তৈরি। দলের অনুশীলনও শুরু হয়ে গেছে। যত বেশি আমরা তৈরি থাকব, তত ম্যাচের সময় সুবিধা হবে। ভারত ভালো দল। কিন্তু মাঠে যে দল ভালো খেলবে, তারাই জিতবে। ওখানে গিয়ে আমরা বাকি পরিকল্পনা করব।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার