কাউন্টিতে বিধ্বংসী শাকিব! ইংল্যান্ড থেকে ভারতকে দিচ্ছেন হুঙ্কার, বাংলাদেশ ফুটছে টগবগ করে

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর যেন আলাদাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। ভারতের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই হুঙ্কার দিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

Subhankar Das | Published : Sep 10, 2024 12:38 PM IST

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর যেন আলাদাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। ভারতের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই হুঙ্কার দিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। সেখানে বল হাতে রীতিমতো দাপট দেখালেন তিনি। ভারত (India) সফরের আগে তাঁর ফর্ম নিঃসন্দেহে চিন্তায় রাখবে রোহিত শর্মাদের।

Latest Videos

এইমুহূর্তে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলছেন শাকিব। সেখানে সামারসেটের বিরুদ্ধে চার উইকেট নেন তিনি। কার্যত, একাই তিনি চাপে ফেলে দেন প্রতিপক্ষকে। ফলে, ৩১৭ রানের বেশি ত্তূলতেই পারেনি সামারসেট। সারের হয়ে খেলে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে আসার কথা রয়েছে শাকিবের। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে (World Test Championship Final) কেন্দ্র করে দুই দলের কাছেই এই সিরিজ়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাকি ১০টি টেস্টের মধ্যে দেশের মাটিতে পাঁচটি ম্যাচ খেলবে ভারত। তার মধ্যে আবার ২টি বাংলাদেশ এবং ৩টি নিউজ়িল্যান্ডের বিপক্ষে।

তাই এই ৫টি ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ পরিষ্কার করতে চাইবেন রোহিতরা। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে বেশ চনমনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলও। তারাও এবার ভারতকে হারিয়ে রীতিমতো চমক দিতে চাইবে।

উল্লেখ্য, বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সুবিধাজনক জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনেও। আর শাকিব ফর্মে থাকলে বেশ সুবিধাই হবে বাংলাদেশেরও।

অন্যদিকে, বাংলাদেশের পেসার নাহিদ রানা বলছেন, “আমরা ভারত সফরের জন্য পুরোপুরি তৈরি। দলের অনুশীলনও শুরু হয়ে গেছে। যত বেশি আমরা তৈরি থাকব, তত ম্যাচের সময় সুবিধা হবে। ভারত ভালো দল। কিন্তু মাঠে যে দল ভালো খেলবে, তারাই জিতবে। ওখানে গিয়ে আমরা বাকি পরিকল্পনা করব।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'লাইভ স্ট্রিমিং-য়ে আপত্তি কোথায়? মুখোশ খুলে যাবে?' মমতাকে প্রশ্ন শুভেন্দুর | Suvendu Adhikari
'লাইভ স্ট্রিমিং-য়ে কীসের সমস্যা মুখ্যমন্ত্রীর?' বৈঠক ভেস্তে যাওয়ায় হতাশ জুনিয়র ডাক্তাররা | R G Kar
এবার রাষ্ট্রপতির কাছে চিঠি জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন আন্দোলনরত ডাক্তাররা | R G Kar
'আপনি চটিটা কম চাটুন' কাকে বললেন শুভেন্দু অধিকারী? Suvendu Adhikari | R G Kar Protest
১৩ সেপ্টেম্বর শুক্রবার এই ব্যক্তিদের ব্যবসায় ভালো আয় হতে পারে, দেখুন জ্যোতিষ কথা | ajker rashifal