গ্রেফতারির আশঙ্কা, বাংলাদেশে না ফিরে কাউন্টি খেলতে ইংল্যান্ডে শাকিব

Published : Sep 09, 2024, 05:21 PM ISTUpdated : Sep 09, 2024, 06:03 PM IST
Shakib Al Hasan

সংক্ষিপ্ত

পাকিস্তান সফর শেষে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন শাকিব আল-হাসান। এরপর ভারত সফর, তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর। এই কর্মব্যস্ত সূচির মাঝে শাকিব কি বাংলাদেশে ফিরবেন?

প্রত্যাশামতোই পাকিস্তান সফরের পর বাংলাদেশে ফিরলেন না তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান। পাকিস্তান সফরের পর কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে চলে গিয়েছেন শাকিব। সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলছেন এই অলরাউন্ডার। তারপর ভারতে টেস্ট সিরিজ খেলতে আসবেন তিনি। ১৯ সেপ্টেম্বর চিপকে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। তার আগেই ভারতে চলে আসবেন শাকিব। বাংলাদেশ দলের বাকি সদস্যরা ভারতে এলে তাঁদের সঙ্গে অনুশীলন করবেন এই অলরাউন্ডার। ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সফরে সব ম্যাচেই খেলতে পারেন শাকিব। ভারত সফরের পর কিছুদিন বাংলাদেশ দলের কোনও ম্যাচ নেই। নভেম্বরের মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। মাঝের এই সময় শাকিব কোথায় থাকবেন স্পষ্ট নয়। তবে এই ক্রিকেটারের আপাতত বাংলাদেশ ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বাংলাদেশে ফিরলে গ্রেফতার হবেন শাকিব?

৫ অগাস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হন পোশাক কারখানার কর্মী মহম্মদ রুবেল। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনাতেই বাংলাদেশের সংসদের প্রাক্তন সদস্য শাকিবের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় অভিযোগ দায়ের করেন নিহত যুবকের বাবা রফিকুল ইসলাম। এই মামলায় মোট ১৫৬ জনের নাম আছে। ২৮ নম্বর অভিযুক্ত হিসেবে শাকিবের নাম আছে। ফলে বাংলাদেশে ফিরলে শাকিবকে গ্রেফতার করতে পারে পুলিশ।

বিদেশ সফরে খেলবেন শাকিব

আগামী কয়েক মাস বাংলাদেশের মাটিতে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নেই। ফলে বিদেশ সফরে জাতীয় দলের হয়ে খেলবেন শাকিব। তবে তিনি বাংলাদেশের মাটিতে খেলবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শাকিব আল-হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ, বাংলাদেশে ফিরলে গ্রেফতার হবেন তারকা ক্রিকেটার?

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন শাকিব আল-হাসান? মুখ খুললেন স্ত্রী

Shakib Al Hasan: সেলফির আবদার অনুরাগীর, ঘাড় ধরে বের করে দিলেন শাকিব, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে