
Tshepo Ntuli-Ripon Mondol heated confrontation: পাড়ার মাঠে খেলায় এই ধরনের দৃশ্য দেখা যায়। কোনও বোলারের বোলিংয়ে বিপক্ষ দলের ব্যাটার ছক্কা মারলে সেই বোলার খেপে গিয়ে তাঁকে গালিগালাজ করেন বা মারধর করেন। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ইমার্জিং দল (Bangladesh Emerging Team) বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের (South Africa Emerging) দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে। মীরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Sher-e-Bangla National Stadium) এই ম্যাচের দ্বিতীয় দিন সকালে দক্ষিণ আফ্রিকার বোলার শেপো এনটুলি (Tshepo Ntuli) এবং বাংলাদেশের ব্যাটার রিপন মণ্ডলের (Ripon Mondol) মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। রিপনের দিকে তেড়ে গিয়ে তাঁকে ধাক্কা মারেন, হেলমেট ধরেও টানেন এনটুলি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও।
বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম ইনিংসের ১০৫-তম ওভারে এই ঘটনা ঘটে। এনটুলির প্রথম বলে ওভার-বাউন্ডারি মারেন রিপন। এরপরেই মেজাজ হারান এনটুলি। ক্রিজের মাঝে রিপনের দিকে এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দেন এনটুলি। সেই সময় তাঁর মেজাজ চরমে। সতীর্থ, আম্পায়াররাও দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে শান্ত করতে পারছিলেন না। রিপনকে ধাক্কা মারার পর উত্তপ্তভাবে কিছু কথা বলেন এনটুলি। পাল্টা রিপনও কিছু বলেন। এতে আরও খেপে গিয়ে বাংলাদেশের ব্যাটারের হেলমেট ধরে টানাটানি শুরু করেন দক্ষিণ আফ্রিকার বোলার। তিনি একাধিকবার রিপনের হেলমেট ধরে টানেন। এরপর আম্পায়াররা কোনওরকমে দুই ক্রিকেটারকে আলাদা করেন। হেলমেট খুলে ফেলেন রিপন। তিনি অবশ্য এনটুলিকে পাল্টা আঘাত করেননি।
এনটুলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পর তাঁর বলেই আউট হয়ে যান রিপন। তিনি ৪৩ রান করে স্টাম্প আউট হন। ৪০ ওভার বোলিং করে ১০৮ রান দিয়ে ৩ উইকেট নেন এনটুলি। প্রথম ইনিংসে ৩৭১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের স্কোর ৬ উইকেটে ১৫২। এখনও ব্যাটিং করতে নামেননি এনটুলি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।