IPL 2025 Playoffs: জয় হাসিল করতেই বাড়তি সুযোগ আরসিবি-র সামনে! প্লে-অফের সূচি জানেন তো?

Published : May 28, 2025, 12:48 PM ISTUpdated : May 28, 2025, 02:59 PM IST
IPL Trophy (Photo: X/@IPL)

সংক্ষিপ্ত

IPL 2025 Playoffs: গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

IPL 2025 Playoffs: প্লে-অফ পর্বের খেলা অবশ্য আগেই নিশ্চিত করে ফেলেছিল আরসিবি। কিন্তু পয়েন্টস টেবিলে থাকার জন্য এই জয় বিরাট কোহলিদের জন্য ভীষণ জরুরি ছিল। আর সেই ম্যাচের পরেই চূড়ান্ত হয়ে গেল আসন্ন প্লে-অফ পর্বে চারটি ম্যাচের সূচি (ipl 2025 playoffs schedule)।

মঙ্গলবার, চলতি আইপিএলে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারানোর ফলে, ১৯ পয়েন্ট নিয়ে আরসিবি এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অপরদিকে তৃতীয় স্থানে আছে গুজরাত টাইটান্স এবং চতুর্থ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (ipl 2025 playoffs match)। 

 

 

প্লে-অফের খেলা কবে এবং কোথায়?

আসন্ন প্লে-অফের প্রথম ম্যাচটি তথা কোয়ালিফায়ার ওয়ান আগামী ২৯ মে, চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যারা সেই ম্যাচটি জিতবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু যে দল হারবে, তাদের সামনে আরও একটি সুযোগ থাকবে। এরপর এলিমিনেটর ম্যাচ রয়েছে ৩০ মে। সেটিও চণ্ডীগড়ের ওই একই মাঠে খেলা হবে। সেই খেলায় মুখোমুখি হবে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এই ম্যাচে যারা পরাজিতই হবে, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। 

এলিমিনেটর ম্যাচে যারা জিতবে তাদের খেলতে হবে আরও একটি ম্যাচ। কোয়ালিফায়ার ওয়ানে যে দল হারবে, তারা এবার খেলতে নামবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। সেই কোয়ালিফায়ার টু ম্যাচটি খেলা হবে আগামী ১ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচে যে দল জিতবে, তারা চলে যাবে ফাইনালে।

সবশেষে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।

 

 

একঝলকে প্লে অফের সূচি

২৯ মে (বৃহস্পতিবার) কোয়ালিফায়ার ১ঃ  পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

৩০ মে (শুক্রবার) এলিমিনেটরঃ গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স

১ জুন (রবিবার) কোয়ালিফায়ার ২ঃ কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল বনাম এলিমিনেটর ম্যাচে বিজয়ী দল

৩ জুন (মঙ্গলবার) ফাইনালঃ কোয়ালিফায়ার ১-এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২-এর বিজয়ী দল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে