IPL: মেগা নিলামের আগেই বড় সিদ্ধান্ত বোর্ডের, আগামী তিন বছরের জন্য আইপিএল-এর দিন ঘোষিত

Published : Nov 22, 2024, 11:29 AM ISTUpdated : Nov 22, 2024, 12:39 PM IST
ipl trophy 2024.jfif

সংক্ষিপ্ত

মেগা নিলাম তো আর দুদিন পরেই। 

মেগা নিলাম তো আর দুদিন পরেই। আর আগামী বছর আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে।

নিলামের ঠিক দুদিন আগেই ঘোষণা করে দেওয়া হয়ে গেল আইপিএল শুরুর দিন। শুধু তাই নয়, জানিয়ে দেওয়া হল ফাইনালের দিনও। তবে শুধুমাত্র আগামী বছরের নয়, আগামী ২০২৭ সাল পর্যন্ত আইপিএল শুরুর এবং শেষের দিন জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছর আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।

এখনও পর্যন্ত এতদিন আগে কখনও তিন বছরের আইপিএল-এর দিন একসঙ্গে ঘোষণা করেনি বোর্ড। তবে এত আগে হটাৎ কেন এই দিন ঘোষণা, সেই বিষয়ে অবশ্য কিছুই জানায়নি বোর্ড। উল্লেখ্য, আগামী মাসেই জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে বসতে চলেছেন। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে আর মাত্র কয়েক দিনই আছেন তিনি।

তার আগে আগামী তিন বছরের জন্য আইপিএলের দিন ঘোষণা করে দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত, আগামী ২০২৬ সালে, আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ওদিকে ফাইনালে ৩১ মে। এরপর ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রতি বছরই ফাইনাল ম্যাচগুলিকে রবিবার করেই রাখা হয়েছে। আরও একটা সুবিধা হল যে, আগামী তিন বছরের জন্য আইপিএল-এর দিন ঘোষণা করে দেওয়ার ফলে, আন্তর্জাতিক সিরিজ়গুলিকেও সেইভাবে রাখা যাবে।

আসলে কোনও ক্রিকেটারের যাতে আইপিএল খেলতে অসুবিধা না হয়, সেইজন্যই এইরকম একটি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে