হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডির অভিষেক, পারথ টেস্টে টসে জিতে ব্যাটিং ভারতের

Published : Nov 22, 2024, 07:31 AM ISTUpdated : Nov 22, 2024, 07:49 AM IST
Virat KOhli, , Jasprit Bumrah, India vs England, INDvsENG 5th Test, Team India

সংক্ষিপ্ত

শুরু হয়ে গেল বর্ডার-গাভাসকর ট্রফি। সকালে ঘুম থেকে উঠে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে চোখ রাখছেন ক্রিকেটপ্রেমীরা। সবারই আশা, ভালো পারফরম্যান্স দেখাবে ভারতীয় দল।

পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরা। পারথ স্টেডিয়ামে একসঙ্গে দুই খেলোয়াড়ের অভিষেক হল। খেলার সুযোগ পেলেন নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা। তাঁদের হাতে টেস্ট দলের টুপি তুলে দেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। এবারও পারথে খেলার সুযোগ পেলেন না ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ অফস্পিনার অশ্বিন। তরুণ ওয়াশিংটন সুন্দরের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের ব্যাটিং বিভাগেও একাধিক বদল দেখা যাচ্ছে।

ভারতীয় দলের হয়ে কারা খেলছেন?

পারথ টেস্টে ভারতীয় দলের হয়ে খেলছেন- কে এল রাহুল, যশস্বী জয়সোয়াল, দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা (অধিনায়ক) ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার হয়ে কারা খেলছেন?

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, এই ম্যাচে টপ অর্ডারে উসমান খাজার সঙ্গে থাকছেন নাথান ম্যাকসুইনি। পারথে তাঁর টেস্ট অভিষেক হল। কামিন্স, খাজা ও ম্যাকসুইনি ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জশ হ্যাজেলউড।

প্রস্তুতি নিয়ে খুশি বুমরা

টসে জিতে বুমরা বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাতে দলের সবার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। আমরা ২০১৮ সালে এখানে টেস্ট ম্যাচ খেলেছিলাম। ফলে কী হতে পারে আমরা জানি। উইকেটে পেস থাকবে। আমাদের দলে চার পেসার এবং একজন স্পিনার আছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পারথের নতুন স্টেডিয়ামে ফের জ্বলে উঠবে বিরাট কোহলির ব্যাট, ইতিহাস গড়তে পারবে ভারত?

অস্ট্রেলিয়ায় কত দামে বিক্রি হচ্ছে বিরাট কোহলির ব্যাট? লজ্জা পাবে আইফোন ১৬ প্রো ম্যাক্সও

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় লড়াইয়ের আগেই টিম ইন্ডিয়ার জন্য সুখবর

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে