BCCI: পরবর্তী বিসিসিআই সচিব কে? জয় শাহের উত্তরসূরী হিসেবে উঠে আসছে এই নামগুলি

Published : Dec 20, 2024, 05:25 PM IST
BCCI

সংক্ষিপ্ত

আর সেখানেই ঠিক হয়ে যাবে জয় শাহের উত্তরসূরী হিসেবে কে দায়িত্ব সামলাবেন? সেইসঙ্গে, আরও একটি পদ ফাঁকা হচ্ছে। 

ইতিমধ্যেই ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে শুরু করে দিয়েছেন জয় শাহ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে, বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব হয়েছেন দেবজিৎ সইকিয়া।

কিন্তু পাকাপাকিভাবে নতুন সচিব নিয়োগ কবে হবে? এবার তারও দিনক্ষণ জানিয়ে দেওয়া হল। বোর্ডের বার্ষিক সভা আগামী বছরের সেপ্টেম্বর মাসে। কিন্তু ততদিন পর্যন্ত কার্যনিবাহী হিসেবে দেবজিৎকে দায়িত্ব সামলাতে হবে না। পরের বছর, অর্থাৎ ২০২৫ সালের ১২ জানুয়ারি, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে।

আর সেখানেই ঠিক হয়ে যাবে জয় শাহের উত্তরসূরি হিসেবে কে দায়িত্ব সামলাবেন? সেইসঙ্গে, আরও একটি পদ ফাঁকা হচ্ছে। বোর্ডের কোষাধ্যক্ষ আশিস সেলার যেহেতু সম্প্রতি মহারাষ্ট্রের মন্ত্রী হয়েছেন, তাই লোধা কমিটির নিয়ম অনুযায়ী, তিনিও বিসিসিআই-এর কোনও পদে থাকতে পারবেন না। ফলে কোষাধ্যক্ষের পদও পূরণ করতে হবে আরেকজনকে।

কারণ, বোর্ড গঠনতান্ত্রিক নিয়মানুযায়ী, যে কোনও পদাধিকারীর শূন্যস্থান পঁয়তাল্লিশ দিনের মধ্যে পূর্ণ করতে হবে। অর্থাৎ, নিয়ম ধরলে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন সচিব বেছে নিতে হবে বোর্ডকে। সেই হিসেবে দেখা যাচ্ছে, ৪৩ দিনের মাথায় ১২ জানুয়ারি দিনটি বিশেষ সাধারণ সভা ডাকা হচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআইকে বলা এক সূত্রের খবর অনুযায়ী, “বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ের পর প্রতিটি রাজ্য সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে যে, আগামী ১২ জানুয়ারি বিসিসিআই-এর সদর দফতরে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।” নির্বাচন কমিটির প্রধান হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার আচল কুমার জ্যোতি।

কিন্তু কে হতে পারেন পরবর্তী সচিব? দৌড়ে নাম আছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থেকে ডিডিসিএ-র রোহন জেটলি প্রমুখের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৬: 'Palyer Of The Tournament'! সোশ্যাল মিডিয়ায় হাসির রোল
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ডিরেক্টরের পদত্যাগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্দ্বন্দ্ব?