BCCI Contract: বোর্ডের চুক্তিতে আসতে পারেন শ্রেয়স! কী হবে বিরাট-রোহিতদের? বিরাট আপডেট

বোর্ডের চুক্তিতে (BCCI Contract) এবারে একাধিক পরিবর্তন আসতে চলেছে। শোনা যাচ্ছে, নিচের দিকে নেমে যেতে পারেন একাধিক তারকা।

BCCI Contract: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ফিরতে পারেন বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে। গত কয়েকদিন ধরেই এই নিয়ে বিস্তর আলোচনা চলছে বোর্ডের (BCCI) অন্দরেই। কিন্তু আবার এই প্রশ্নও উঠছে যে, বিরাট কোহলি-রোহিত শর্মাদের গ্রেডেশন পদ্ধতি নিয়েও।

দুই মহাতারকার জন্য কি তাহলে এবার চুক্তির নিয়ম ভাঙতে চলেছে বোর্ড? নাকি কেন্দ্রীয় চুক্তিতে অবনমন ঘটবে তাদেরও? গত ২০২৪ সালে, বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়েন ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার। বোর্ড সূত্রে জানা যাচ্ছে, চুক্তি নবীকরণের সময়ে এই দুই ক্রিকেটারের কথা নাকি বিবেচনাই করা হয়নি।

Latest Videos

কার্যত, বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্যই বাদ দেওয়া হয় এই দুজনকে। পরে অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো ছন্দে খেলতে দেখা যায় সেই শ্রেয়সকেই। এমনকি, জাতীয় দলেও কামব্যাক করেন তিনি। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রানও এসেছে তাঁর ব্যাট থেকেই।

স্বাভাবিকভাবেই, ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়স যে ফিরছেন, সেটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বোর্ডের নিয়মানুযায়ী, এই চুক্তিতে জায়গা পাওয়ার জন্য তিনটি শর্তের মধ্যে যেকোনও একটি অবশ্যই পূরণ করতে হবে। সেগুলি হল, একবছরের মধ্যে ৩টি টেস্ট, ৮টি ওয়ানডে এবং ১০টি টি-২০ ম্যাচ, যেকোনও একটি ফরম্যাটে খেলতে হয়।

আর গত এক বছরে শ্রেয়স ১১টি ওয়ানডে খেলেছেন জাতীয় দলের জার্সিতে। ফলে, তাঁকে যে চুক্তিতে রাখা হবে সেটাই স্বাভাবিক বিষয়। যদিও ২০২৪ সালে বাদ পড়ার আগে তিনি ছিলেন গ্রেড বি-তে। এবারও কি সেই গ্রেড দেওয়া হবে তাঁকে? তা নিয়েই চলছে জল্পনা।

অন্যদিকে, বিরাট-রোহিতদের আবার কোন গ্রেডে রাখা হবে, তা নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজারা এতদিন গ্রেড-এ প্লাসে ছিলেন। কিন্তু টি-২০ বিশ্বকাপ জয়ের পর বিরাট, রোহিত এবং জাদেজা তিনজনই টি-টোয়েন্টি ফরম্যাট কার্যত ছেড়ে দিয়েছেন।

তাছাড়া তারা তিনজনই এখন কেবলমাত্র টেস্ট এবং ওয়ানডে ম্যাচে খেলেন। ফলে তাদেরকে কোন গ্রুপে রাখা হবে, তা নিয়েও জল্পনা চলছে। অনেকের মতে, তারা একই জায়গায় থাকতে পারেন অথবা তাদের অবনমনও হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
অশনি সংকেত! আজ শুভেন্দু যা বলে দিলেন, দেখুন | Suvendu Adhikari Latest Speech | Bangla News
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন