Goenka-Pant: লখনউ হারতেই সোজা মাঠে গোয়েঙ্কা, পন্থের সঙ্গে জরুরি আলোচনা! ফিরল পুরনো স্মৃতি?

যেন ফিরে এল সেই পুরনো স্মৃতি। গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক ছিলেন কেএল রাহুল (KL Rahul)।

Goenka-Pant: একটি ম্যাচ হেরে মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) কাছে মাঠের মধ্যেই ভর্ৎসনার শিকার হয়েছিলেন তিনি। আর এবারের আইপিএলে লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে পরাজয়ের পরেই তাঁর সঙ্গে কথা বললেন দলের মালিক।

তবে দুজনের কাউকেই খুব একটা হেসে কথা বলতে দেখা যায়নি। তাই অনেকের স্মৃতিতেই ফিরে এসেছে সেই পুরনো কথা। উল্লেখ্য, দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৯ রান তোলে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। কিন্তু ১৪ ওভারে যখন ১৬১ রান উঠে গেছে, তারপর সেই জায়গায় দাঁড়িয়ে ২১১ রানে থেমে যাওয়ার কারণেি ভুগতে হয় দলকে।

Latest Videos

দিল্লী ক্যাপিটালস আশুতোষ শর্মার ব্যাটে ভর করেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এরপরেই ম্যাচ শেষে মাঠে নেমে আসেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং কথা বলেন অধিনায়ক পন্থের সঙ্গে। গত বছর রাহুলের সঙ্গে কথা বলার সময় যে আগ্রাসন গোয়েঙ্কার মধ্যে দেখা গেছিল, সোমবার অবশ্য সেটা দেখা যায়নি।

তিনি যথেষ্ট শান্তভাবেই কথা বলছিলেন। তবে পন্থ বা গোয়েঙ্কা, কারও মুখেই কোনও হাসি ছিল না। প্রসঙ্গত, গত আইপিএলে রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার ব্যবহার নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। সেই কারণেই এই মরশুমে রাহুল আর লখনউ দলে থাকতে চাননি। অনেকেই মনে করেন, সঞ্জীব গোয়েঙ্কার ব্যবহারের কারণেই দল ছেড়েছেন তিনি।

এদিকে এবারের নিলামে পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ। এমনকি, তাঁকে অধিনায়কও করা হয়েছে। কিন্তু সোমবার, তাঁর ভুলেই হারতে হল দলকে। শেষ ওভারের প্রথম বলে স্টাম্পড করার সুযোগ পেয়েছিলেন পন্থ। কিন্তু তিনি বল ধরতেই পারেননি। তখন ৯ উইকেট হারিয়ে বসে আছে দিল্লী। ফলে, ওই সময় উইকেট পরলেই খেলা শেষ হয়ে যেত। কিন্তু পন্থ সেটা করতে পারেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী