
2027 ICC Men's Cricket World Cup: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) ওডিআই সিরিজ খেলার পর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর আবার জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। মাঝের সময়ে আইপিএল-এ (IPL 2026) খেলবেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু বাকি সময়ে তাঁরা কী করবেন? ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) যদি এই দুই তারকা ব্যাটারকে খেলতে হয়, তাহলে ম্যাচ ফিট থাকতে হবে। তাঁদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে? বিশ্বকাপের দলে কি তাঁদের রাখা হবে? এ বিষয়ে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই (BCCI)। বিরাট ও রোহিতকে আগামী মাসে হতে চলা বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলার পরামর্শ দেওয়া হতে পারে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বিরাট ও রোহিতের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বিশাখাপত্তনমে (Visakhapatnam) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচের পর আমেদাবাদে (Ahmedabad) বিশেষ বৈঠকে যোগ দেবেন বিসিসিআই কর্তারা। তাঁদের সঙ্গে থাকবেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। বিরাট ও রোহিতকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে কি না, তা এই বৈঠকেই ঠিক হয়ে যেতে পারে।
গত মাসে অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই সিরিজে সর্বাধিক ২০২ রান করেন রোহিত। তবে প্রথম দুই ম্যাচেই রান করতে পারেননি বিরাট। তৃতীয় ম্যাচে তিনি ৭৪ রান করেন। এ প্রসঙ্গে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘ওরা অস্ট্রেলিয়ায় তৃতীয় ওডিআই-তে রান করেছে। কিন্তু তার আগেই ভারতীয় দল সিরিজে হেরে গিয়েছিল। সেই ম্যাচে বোলাররা আগেই ভারতের জয় নিশ্চিত করে দিয়েছিল। প্রথম দুই ম্যাচে ওরা ভালো ব্যাটিং করতে পারেনি। সব সিরিজেই ওরা এভাবে খেলতে পারে না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।