MS Dhoni: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবরই গাড়ি চালাতে ভালোবাসেন। অতীতে তাঁকে মাঠেই সতীর্থদের নিয়ে বাইক, গাড়ি চালাতে দেখা গিয়েছে। এবার রাস্তাতেই এক প্রাক্তন সতীর্থকে নিয়ে গাড়ি চালালেন ধোনি।
KNOW
MS Dhoni-Virat Kohli Meeting: দীর্ঘদিন পর রাঁচিতে (Ranchi) গিয়েছেন আর একসময় জাতীয় দলে তাঁর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করবেন না তা কি হয়? সটান ধোনির বাড়িতে চলে গেলেন বিরাট কোহলি। অবশ্য শুধু বিরাটই নন, জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার ধোনির সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে চলে গিয়েছিলেন। রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। এই কারণেই দুই দলের ক্রিকেটাররা এখন ধোনির শহরে। অনেক ক্রিকেটারই ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়কের সঙ্গে দেখা করেছেন। তবে ধোনি-বিরাট সাক্ষাৎ নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ ছিল। দুই তারকার সাক্ষাতের পর আলোচনার মোড় অন্যদিকে ঘুরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ধোনির বাড়িতে নৈশভোজ সারার পর তাঁরই গাড়িতে বসে টিম হোটেলে ফিরছেন বিরাট। গাড়ি চালাচ্ছেন ধোনি। তাঁর পাশে বসে বিরাট। এই ভিডিও নিয়ে দুই তারকার অনুরাগীদের মধ্যে জোরদার আলোচনা চলছে।
মাঠের বাইরে সেরা আকর্ষণ ধোনি
রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে যাঁরা খেলবেন, তাঁদের নিয়ে ২২ গজে আগ্রহ থাকবে। তবে মাঠের বাইরে সেরা আকর্ষণ অবশ্যই ধোনি। তিনি খেলা দেখতে যাবেন কি না, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দেখা করবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হেরে গিয়েছে ভারতীয় দল। গুয়াহাটিতে (Guwahati) দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে জয় পেয়েছে প্রোটিয়ারা। এই ব্যর্থতার ফলে গম্ভীরের উপর চাপ বেড়ে গিয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবি উঠছে। এই পরিস্থিতিতে ধোনির শহরে ওডিআই ম্যাচ গম্ভীরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ফর্ম ধরে রাখার লক্ষ্যে বিরাট
অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia, 2025) ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে যান বিরাট। তবে এরপর তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজের শেষ ম্যাচে ৭৪ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে সেই ফর্ম ধরে রাখাই বিরাটের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


