BCCI: গৌতম গম্ভীরকে বার্তা? আইপিএল-এর মাঝেই সাপোর্ট স্টাফদের ছেঁটে ফেলল বিসিসিআই

Published : Apr 17, 2025, 02:59 PM ISTUpdated : Apr 17, 2025, 03:03 PM IST
Abhishek Nayar, Indian Cricket Team Assistant Coach

সংক্ষিপ্ত

Team India: আইপিএল (IPL 2025) শেষ হলেই পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। তার আগে ভারতীয় দলে বড় বদল করল বিসিআই (BCCI)। একসঙ্গে তিনজন সাপোর্ট স্টাফকে ছেঁটে ফেলা হল।

Team India Support Staffs: পরপর টেস্ট সিরিজে ব্যর্থতার জেরে কড়া সিদ্ধান্ত বিসিসিআই-এর (BCCI)। জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতীয় দলের তিনজন সাপোর্ট স্টাফকে ছেঁটে ফেলা হল। আইপিএল (IPL 2025) চলাকালীন এই সিদ্ধান্ত নেওয়া হল। সদ্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) জিতেছে ভারতীয় দল। কিন্তু গত বছর দেশের মাটিতে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে হারের পর অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতেও (Border-Gavaskar Trophy) পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া। টেস্টে বারবার এই ব্যর্থতা ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই। টি-২০, ওডিআই ফর্ম্যাটে দাপট দেখাচ্ছে ভারতীয় দল। কিন্তু এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি ভারত। প্রথম দুই সংস্করণের ফাইনালে হেরে যাওয়ার পর এবার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। এই কারণেই কঠোর সিদ্ধান্ত নিল বিসিসিআই।

গৌতম গম্ভীরকেও বার্তা?

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar), ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে একজন ম্যাসিওরকেও ছেঁটে ফেলা হয়েছে। আট মাস আগে ভারতীয় দলের সহকারী কোচ নিযুক্ত হন অভিষেক। তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের অঙ্গ ছিলেন। কিন্তু তাঁর কাজকর্মে বিসিসিআই সন্তুষ্ট নয়। এই কারণেই তাঁকে ছেঁটে ফেলা হল। ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও, ফিল্ডিং ভালো হয়নি। অনেক ক্যাচ পড়েছে। এই কারণেই দিলীপকে সরিয়ে দেওয়া হল। একাধিক ক্রিকেটারের ফিটনেস নিয়ে সমস্যা থাকায় সোহম বরখাস্ত হলেন। ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছে, সাপোর্ট স্টাফদের বরখাস্ত করে পরোক্ষে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) বার্তা দিল বিসিসিআই।

পরিবর্ত সাপোর্ট স্টাফ কারা?

বিসিসিআই সূত্রে খবর, আপাতত ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ চালাবেন সীতাংশু কোটাক। ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। পরবর্তীকালে বিসিসিআই নতুন সাপোর্ট স্টাফদের নাম ঘোষণা করতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম