IPL 2025: একাধিক ম্যাচে 'তাঁকে' দেখা যাচ্ছে গ্যালারিতে! গড়াপেটার আশঙ্কায় এক ব্যবসায়ীর থেকে দূরে থাকার নির্দেশ আইপিএল-এর দলগুলিকে

Published : Apr 17, 2025, 01:08 AM IST
Cricket Betting

সংক্ষিপ্ত

IPL 2025: আইপিএলে গড়াপেটার (IPL Match Fixing) কালো ছায়া। চলতি প্রতিযোগিতায় ১০টি দলকে এবার বিশেষ নির্দেশিকা পাঠাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

IPL 2025: হায়দ্রাবাদের একজন ব্যবসায়ীর (Businessman) থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বোর্ড। সেখানে বলা হয়েছে, দলের মালিক, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকারদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছেন সেই ব্যবসায়ী। তাই সকলকে আরও সতর্ক হতে হবে।

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) দুর্নীতি দমন শাখা পুরো বিষয়টির উপর নজর রেখেছে। তাদের মতে, হায়দ্রাবাদের সেই ব্যক্তির সঙ্গে বুকিদের বেশ ভালো যোগাযোগ রয়েছে। এর আগেও নাকি একাধিকবার গড়াপেটার চেষ্টা করেছেন সেই ব্যবসায়ী। আর এবারও সেই চেষ্টা করে যাচ্ছেন তিনি। তাই আইপিএল-এর প্রতিটি দলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনওভাবেই যেন সেই ব্যবসায়ী দলের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

প্রতিটি দলকে জানানো হয়েছে, ঐ ব্যবসায়ী মূলত দামী উপহার দেওয়ার চেষ্টা করে থাকেন। তার মধ্যে নাকি আবার সোনার গয়নাও রয়েছে। প্রথমে ক্রিকেটারদের কাছে তিনি একজন ভক্ত হিসেবে যাওয়ার চেষ্টা করেন এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণও জানান।

তারপর ক্রিকেটারদের লোভনীয় প্রস্তাব দিতে থাকেন তিনি। শুধু ক্রিকেটারদের নয়, তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন ওই ব্যক্তি, এইরকমই জানা যাচ্ছে। এমনকি, বিদেশি ক্রিকেটারদের আত্মীয়দের সঙ্গেও ভাব জমানোর চেষ্টা করে থাকেন তিনি। তাই ক্রিকেটারদের অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশিকায়।

সূত্রের খবর, চলতি আইপিএলে একাধিক ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ওই ব্যবসায়ীকে। এমনকি, বিভিন্ন দলের হোটেলেও পৌঁছে গেছেন তিনি। সেই কারণেই, গড়াপেটার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। দলগুলিকে পরিষ্কার জানানো হয়েছে, কোনওরকম সন্দেহ হলেই তারা যেন বোর্ডের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে।

অর্থাৎ, পরিস্থিতি বেশ জটিল। কিন্তু ২২ গজকে দুর্নীতিমুক্ত রাখতে সদা সতর্ক বিসিসিআই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম