
Indian Cricket: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর, ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ টিমে বড়সড় রদবদল আনতে চলেছে বিসিসিআই। একটি প্রতিবেদনে বলা হয়েছে, দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে রাখা হলেও, গম্ভীরের পছন্দমতো নিযুক্ত বোলিং কোচ মর্নি মর্কেল এবং সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকে বরখাস্ত করা হবে। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের পরেই তাদের বরখাস্ত করা হবে।
আসন্ন অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। তার আগেই এই পরিবর্তনগুলি আনা হবে। ইংল্যান্ড সফরে ভারতের শেষ দুটি টেস্টের ফলাফল যাই হোক না কেন, মর্কেল এবং দুশখাতেকের ছাঁটাই কার্যত, নিশ্চিত বলেই সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে। দলের বোলারদের উন্নতিতে মর্কেল ব্যর্থ হয়েছেন এবং গম্ভীরের সহকারী কোচ হিসেবে দুশখাতের কোনও উল্লেখযোগ্য অবদান নেই বলেই বিসিসিআই আধিকারিকরা মনে করছেন।
ইংল্যান্ড সফরের সময়, ব্যক্তিগত কারণে গম্ভীর দেশে ফিরে গেলে দুশখাতে কোচের দায়িত্ব পালন করেছিলেন। এর আগে অস্ট্রেলিয়া সফরের পর, গম্ভীরের পছন্দমতো নিযুক্ত ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে বরখাস্ত করে বিসিসিআই। তার জায়গায় সীতাংশু কোটাককে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়। আইপিএলে গম্ভীরের অধীনে অভিষেক নায়ার, মর্নি মর্কেল এবং রায়ান টেন দুশখাতে, সকলেই সহকারী কোচ ছিলেন।
গম্ভীর কোচের দায়িত্ব নেওয়ার পর, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও, ১৩টি টেস্টে মাত্র চারটিতে জয় পেয়েছে। ম্যাঞ্চেস্টারে টেস্টের ফলাফলের আগের পরিসংখ্যান এটি। ইংল্যান্ড সফরে কুলদীপ যাদবকে একটা ম্যাচেও খেলানো হয়নি। যা নিয়ে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে মতবিরোধ হয়েছিল বলেও সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।