
Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে চলা দ্বিতীয় টেস্টে ম্যাচেও খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া (indian cricket team news)। তৃতীয় দিনের খেলা শেষে, ভারত ৩১৪ রানে পিছিয়ে আছে। সবথেকে বড় বিষয়, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এখনও একটি উইকেটও ফেলতে পারেনি ভারত (India vs South Africa Test 2025)।
ফলে, ঘরের মাঠে দ্বিতীয় হারের সম্ভাবনা প্রবল। এমনিতেই গত বছর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয় ভারত। এবার কি তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই পরিণতি অপেক্ষা করে রয়েছে? উত্তর দেবে সময়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে, ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায়। এরপর দ্বিতীয় টেস্টেও খুব একটা ভালো জায়গায় নেই টিম ইন্ডিয়া। আর তারপরেই বেজায় চটেছেন ক্রিকেট ফ্যানরা। গৌতম গম্ভীরকে কোচের পদ থেকে সরানোর দাবি যেন আরও জোরালো হয়ে উঠেছে। ইতিমধ্যেই ভারতীয় ফলের হেড কোচ গম্ভীরকে বরখাস্ত করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন ভক্তরা।
তবে মনে করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া হলেও হয়ত, গম্ভীরকে এখনই দায়িত্ব থেকে সরানো হবে না। কারণ, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তারপরেই বিসিসিআই গম্ভীরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।