ICC CT 2025 Final: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে রোহিতকে নিয়ে কী জানালেন গম্ভীর?

Published : Mar 08, 2025, 12:06 AM IST
Rohit Sharma, Virat Kohli, Gautam Gambhir

সংক্ষিপ্ত

আর মাত্র মাঝে একদিন। তারপরেই ফাইনাল খেলতে নামবে ভারত।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। আর তার ঠিক আগে দলের অধিনায়ককে রীতিমতো প্রশংসায় ভরিয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে আইসিসি-র একটি ভিডিওতে গম্ভীর জানিয়েছেন, “রোহিতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ও খুব ভালো ছেলে। আর আমার কাছে সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ভালো মানুষ হলে ভালো নেতাও হতে পারবেন। আমার মনে হয়, সেই কারণেই ও আইপিএলে এতগুলো ট্রফি জিতেছে এবং টি-২০ বিশ্বকাপও হাতে তুলতে পেরেছে।”

কোচ আরও যোগ করেছেন, “এখন সেগুলো অবশ্য ইতিহাস। অতীত নিয়ে এই মুহূর্তে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের সামনে এখন নতুন পরীক্ষা। আশা করি, রোহিত নিজের সেরা ফর্মে থাকবে। শুধু ব্যাটিং নয়, ক্যাপ্টেন হিসেবেও মাঠে নিজের সেরাটা উজাড় করে দেবে।”

প্রসঙ্গত, রোহিত শর্মা হলেন একমাত্র অধিনায়ক, যিনি আইসিসির চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠেছেন। কারণ, গত ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। তারপর একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপেরও ফাইনালে ওঠে ভারত।

আর এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল তারা। আর এই চারবারই দলের অধিনায়কের নাম হল রোহিত শর্মা। তিনি ছাড়া বিশ্বের আর কোনও অধিনায়কের এই নজির নেই।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নামার আগে রোহিতকে নিয়ে গম্ভীরের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?