'বেন স্টোকস মহান কিন্তু...' কোন ভারতীয় অলরাউন্ডারকে এগিয়ে রাখছেন কপিল দেব?

Published : Jul 27, 2025, 03:27 PM IST

Ben Stokes vs Ravindra Jadeja: ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস যেমন নিজের দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন, তেমনই গত দেড় দশক ধরে ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রবীন্দ্র জাডেজা। এই দুই অলরাউন্ডারের তুলনা চলে।

PREV
16
ক্রিকেটের দক্ষতায় কে এগিয়ে, ভারতের রবীন্দ্র জাডেজা না ইংল্যান্ডের বেন স্টোকস?

রবীন্দ্র জাডেজা বনাম বেন স্টোকস

ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ চলছে। রবিবার ম্যাচের শেষ দিন। এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি বোলিংয়ের পর ব্যাটিংয়েও দলকে ভরসা দিয়েছেন। তবে তাঁর চেয়ে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে এগিয়ে রাখছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তাঁর মন্তব্য নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই নানা মত প্রকাশ করছেন।

26
বেন স্টোকস ও রবীন্দ্র জাডেজা সম্পর্কে ঠিক কী বলেছেন কিংবদন্তি কপিল দেব?

কপিল দেবের মন্তব্য নিয়ে চর্চা

এক অনুষ্ঠানে বেন স্টোকস ও রবীন্দ্র জাডেজার পারফরম্যান্স সম্পর্কে কপিল দেব বলেছেন, ‘আমি কোনও তুলনা করতে চাই না। স্টোকস একজন ভালো অলরাউন্ডার। কিন্তু আমার এখনও মনে হয়, জাডেজা এগিয়ে আছে। ও অনেক ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।’ কপিলের এই মন্তব্য নিয়ে এখন ক্রিকেট দুনিয়ায় চর্চা চলছে। ভারতীয় ক্রিকেট মহল জাডেজার পাশে দাঁড়িয়েছে। ইংরেজরা আবার স্টোকসের হয়ে গলা ফাটাচ্ছে।

36
ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেটের পর শতরান বেন স্টোকসের

ম্যাঞ্চেস্টারে অলরাউন্ড পারফরম্যান্স বেন স্টোকসের

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৭২ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার পর ব্যাটিং করতে নেমে ১৯৮ বলে ১৪১ রান করেছেন বেন স্টোকস। তাঁর অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এই ম্যাচে দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। ভারতীয় দলের পক্ষে জয় পাওয়া সম্ভব নয়। বড়জোর ম্যাচ ড্র করতে পারে ভারত।

46
চোট পাওয়ায় ম্যাঞ্চেস্টার টেস্টের পঞ্চম দিন হয়তো বোলিং করতে পারবেন না বেন স্টোকস

রবিবার বেন স্টোকসের বোলিং করা নিয়ে সংশয়

শনিবার ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচের চতুর্থ দিন ব্যাটিং করার সময় বেন স্টোকসের পায়ের পেশিতে টান ধরে। ফলে তাঁর পক্ষে শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসে বোলিং করা সম্ভব হয়নি। রবিবার ম্যাচের পঞ্চম তথা শেষ দিন ইংল্যান্ডের অধিনায়ক বোলিং করতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। স্টোকস বোলিং করতে না পারলে ভারতীয় দলের সুবিধা হতে পারে।

56
টেস্ট ক্রিকেটে তৃতীয় খেলোয়াড় হিসেবে বিরল নজির স্পর্শ করেছেন বেন স্টোকস

ম্যাঞ্চেস্টার টেস্টে নতুন নজির বেন স্টোকসের

গারফিল্ড সোবার্স ও জ্যাক কালিসের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০০-এর বেশি রান ও ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন বেন স্টোকস। তিনি ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন। টি-২০ ফর্ম্যাটেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই অলরাউন্ডার। তারপরেও তাঁর চেয়ে রবীন্দ্র জাডেজাকে এগিয়ে রাখছেন কপিল দেব।

66
টেস্ট ক্রিকেটে পরিসংখ্যানের বিচারে অবশ্য বেন স্টোকসের চেয়ে পিছিয়ে রবীন্দ্র জাডেজা

টেস্ট ক্রিকেটে রবীন্দ্র জাডেজার রেকর্ড কেমন?

টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৬৯৭ রান করেছেন এবং ৩২৬ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা। এই অলরাউন্ডার ভারতীয় দলের হয়ে একাধিকবার আইসিসি টুর্নামেন্ট জিতেছেন। এর মধ্যে আছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ। পরিসংখ্যানে বেন স্টোকস এগিয়ে থাকলেও, ক্রিকেটে দক্ষতার বিচারে কোনওভাবেই পিছিয়ে নেই জাডেজা। সে কথাই বলেছেন কপিল দেব।

Read more Photos on
click me!

Recommended Stories