Bengal Pro T20 League 2025: শুরু বেঙ্গল প্রো টি-২০ লিগ, খেলা দেখবেন কোথায়? জেনে নিন বিস্তারিত

Published : Jun 13, 2025, 06:00 PM IST
Bengal Pro T20 League 2025

সংক্ষিপ্ত

Bengal Pro T20 League 2025: শুরু হয়ে গেল বাংলার টি-২০ ক্রিকেটের যুদ্ধ বেঙ্গল প্রো টি-২০ লিগ। কিন্তু ক্রিকেটপ্রেমীরা খেলা দেখবেন কোথায়?

Bengal Pro T20 League 2025: শুরু হল বেঙ্গল প্রো টি-২০ লিগ। প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে সিএবি-র পরিচালনায় শুরু হয় এই মেগা টি-২০ ক্রিকেট লিগের আসর (bengal pro t20 league 2025 schedule)। বাংলার ক্রিকেটের উন্নতি তথা নতুন এবং তরুণ ক্রিকেটারদের জন্য অন্যতম একটি সেরা মঞ্চ (bengal pro t20 league 2025)। 

এই বছর বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় এডিশন শুরু হল। বুধবার, কলকাতার ইডেন গার্ডেন্সে জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই বছরের বেঙ্গল প্রো টি-২০ লিগ। মঞ্চ মাতাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুনীধি চৌহান। কিন্তু দর্শকরা খেলা দেখবেন কোথায়? তা নিয়েই অনেকের মনে প্রশ্ন।   

মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সবকটি দলেরই পুরুষ এবং মহিলা, উভয় স্কোয়াডই মাঠে নামছে। এই টুর্নামেন্টে পুরুষদের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ইডেনে এবং মহিলা দলের খেলাগুলি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন, শনিবার। 

কোন কোন দল অংশ নিচ্ছে?

১. সোবিসকো স্ম্যাশার্স মালদা (Sobisco Smashers Malda)

২. অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স  (Adamas Howrah Warriors)

৩. সারভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স (Servotec Siliguri Strikers)

৪. হারবার ডায়মন্ডস (Harbour Diamonds)

৫. শ্রাচী রাঢ় টাইগার্স (Shrachi Rarh Tigers)

৬. লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers)

৭. মুর্শিদাবাদ কিংস অ্যান্ড কুইন্স (Murshidabad Kings & Kueens)

৮. রাশ্মি মেদিনীপুর উইজার্ডস (Rashmi Medinipur Wizards)

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় ক্রিকেট দলের জোরে বোলার মহম্মদ শামি এই প্রতিযোগিতায় খেলছেন। তাছাড়া আইপিএলে দিল্লী ক্যাপিটালসের হয়ে নজরকাড়া ব্যাটার অভিষেক পোড়েলও রয়েছেন।

ম্যাচগুলি দেখবেন কোথায়?

বেঙ্গল প্রো টি-২০ লিগের সবকটি ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস ৩ চ্যানেলে এবং ডিজিটাল লাইভ স্ট্রিমিং হবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে। 

ফ্যানকোডে খেলাগুলি দেখতে গেলে খরচ কত?

ম্যাচ পাসের দাম ২৫ টাকা করে। যদি পুরুষ দলের সবকটি খেলা দেখার জন্য কেউ সিজন পাস কিনতে চান, তাহলে খরচ হবে ৯৯ টাকা এবং মহিলা দলের সবকটি খেলা দেখার জন্য সিজন পাসের মূল্য ৬৯ টাকা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড