
Bengaluru Stampede and Virat Kohli: বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে বহু মানুষের হতাহত হওয়ার ঘটনায় এবার নাম জড়িয়ে গেল বিরাট কোহলির (Virat Kohli)। শুক্রবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইচ এম ভেঙ্কটেশ (HM Venkatesh) নামে এক সমাজকর্মী বেঙ্গালুরুর কাব্বন পার্ক থানায় (Cubbon Park police station) বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কর্ণাটকের শিবামোগ্গা জেলার বাসিন্দা ভেঙ্কটেশ। তাঁর দাবি, বিরাটকে এই মামলার সঙ্গে যুক্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের (M Chinnaswamy Stadium) বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৪৭ জন আহত হয়েছেন। এই ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ম্যানেজমেন্ট এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আরসিবি কর্তাকে গ্রেফতারও করা হয়েছে। এবার বিরাটের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হল। কাব্বন পার্ক থানার পুলিশ জানিয়েছে, ইতিধ্যেই যে মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যেই বিরাটের বিরুদ্ধে অভিযোগ গণ্য করা হবে। তদন্ত চলাকালীন বিরাটের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে।
কর্ণাটক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এক নর্দমার উপর অস্থায়ী স্ল্যাব তৈরি করা হয়েছিল। সেই স্ল্যাবের উপর দাঁড়িয়ে পড়েন বহু মানুষ। এই ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে ওই স্ল্যাব। এর ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে ছোটাছুটি শুরু করে দেন। এর ফলেই বহু মানুষ পদপিষ্ট হন। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ১৩ বছর বয়সি ছেলে এবং ৩৫ বছর বয়সি মহিলাও আছেন।
বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, বুধবারের বদলে রবিবার আরসিবি-র সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু কর্ণাটক সরকার সেই বার্তায় কান দেয়নি। এই কারণেই এত বড় ঘটনা ঘটে গেল বলে মনে করছে পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।