KL Rahul: ভারতীয় এ দলের হয়ে শতরান, ইংল্যান্ড সফরের শুরুতেই ছন্দে কে এল রাহুল

Published : Jun 06, 2025, 11:39 PM ISTUpdated : Jun 06, 2025, 11:50 PM IST
kl rahul plays shot

সংক্ষিপ্ত

England Lions vs India A: শুক্রবার নর্দাম্পটনে ভারতীয় এ দল ও ইংল্যান্ড লায়ন্স দলের মধ্যে দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচের প্রথম দিনই নজর কেড়ে নিলেন ভারতীয় দলের একাধিক ব্যাটার। সেরা পারফরম্যান্স কে এল রাহুলের।

KL Rahul Century: ইংল্যান্ড সফরের শুরুটা দারুণভাবে করলেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল (KL Rahul)। শুক্রবার নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে (County Ground, Northampton) ভারতীয় এ দল (India A) এবং ইংল্যান্ড লায়ন্স (England Lions) দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচের প্রথম দিন শতরান করলেন রাহুল। ব্যাটিং ওপেন করতে নেমে ১৬৮ বলে ১১৬ রান করলেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি ১৫টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি মারেন। ২০২১ সালে ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রাহুল। এবারের ইংল্যান্ড সফরের শুরুটাও ভালোভাবে করলেন তিনি। শুক্রবার ইনিংসের শুরুতে ধৈর্য ধরে ব্যাটিং করছিলেন রাহুল। দিনের প্রথম সেশনের পর খোলস ছেড়ে বেরোন তিনি। ১০০ বল খেলার পর দিনের দ্বিতীয় সেশনে দ্রুত রান করতে থাকেন এই তারকা। তিনি ১০২ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ১৫১ বলে শতরান পূর্ণ করেন।

নর্দাম্পটন মাতিয়ে দিলেন রাহুল

শুক্রবার যশস্বী জয়সোয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামেন রাহুল। ২৬ বলে ১৭ রান করে আউট হয়ে যান রাহুল। ফের ব্যর্থ হলেন ভারতীয় এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। তিনি ১৩ বলে ১১ রান করেন। করুণ নায়ার (Karun Nair) করেন ৪০ রান। অর্ধশতরান করেন উইকেটকিপার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তিনি ৮৭ বলে ৫২ রান করেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) করেন ৩৪ রান। শার্দুল ঠাকুর (Shardul Thakur) করেন ১৯ রান। দিনের শেষে ৫ রান করে অপরাজিত তনুশ কোটিয়ান (Tanush Kotian)। ১ রান করে অপরাজিত অংশুল কম্বোজ (Anshul Kamboj)। ৭ উইকেটে ৩১৯ রান করেছে ভারতীয় এ দল।

দুরন্ত ব্যাটিং রাহুলের

শুক্রবার ভারতীয় দল যখন ব্যাটিং শুরু করে, তখন মেঘলা আকাশ ছিল। ভারতীয় এ দল ১১ ওভারের মধ্যে যশস্বী ও অভিমন্যুর উইকেট খুইয়ে বসে। তবে রাহুল, করুণ, ধ্রুব ও নীতীশের ভালো ব্যাটিংয়ের সুবাদে ঘুরে দাঁড়ায় ভারতীয় এ দল। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতের তারকা ব্যাটাররা রান পাওয়ায় স্বস্তিতে ভারতীয় শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম